ঢাকা শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়ায় ফেরী ও লঞ্চ ঘাট পরিদর্শনে জেলা প্রশাসক
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৩-২৫ ১৬:০৩:৫০

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ী জেলার দৌলতদিয়া লঞ্চ ঘাট ও ফেরী ঘাট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
 গতকাল ২৫শে মার্চ দুপুর ২টার দিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী সার্ভিস, নৌপথে লঞ্চসহ অন্যান্য জলযান সুষ্ঠভাবে চলাচল নিশ্চিতকল্পে ঘাটের সুষ্ঠ ব্যবস্থাপনা ও যাত্রী সাধারনের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে জেলা প্রশাসক লঞ্চ ও ফেরী ঘাট এলাকা ঘুরে দেখেন এবং সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন।
 পরিদর্শনকালে তার সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক উছেন মে, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান, গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আসাদুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম ও বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত।
 পরিদর্শনকালে জেলা প্রশাসক সুলতানা আক্তার দৌলতদিয়া ফেরী ও লঞ্চঘাটের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং যাত্রীদের সেবারমান উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়া যাত্রীদের দুর্ভোগ লাঘবে ঘাট এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার বিষয়ে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন।
 এ সময় তিনি ঘাটে চলাচলকারী যানবাহনের সংখ্যা, যাত্রী সেবা, টিকিট ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ঘাট এলাকার অব্যবস্থাপনা বা কোনো সমস্যা থাকলে তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
 পরিদর্শনের সময় জেলা প্রশাসক সাধারণ যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। তিনি আশ্বস্ত করেন যে, প্রশাসন যাত্রীদের সুবিধার্থে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করবে।
 পরিদর্শন শেষে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন এবং ঘাটের সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করার জন্য পরামর্শ প্রদান করেন।

 

গুলশান থানার গণি হত্যা মামলায় রাজবাড়ীর সাবেক দুই এমপি ও সাবেক বিচারক আসামী
 রাজবাড়ী রেল স্টেশন থেকে অজ্ঞাত বক্তির মরদেহ উদ্ধার
রাজবাড়ীতে ঈদুল ফিতরের পর বাড়ছে সব ধরণের সবজির দাম
সর্বশেষ সংবাদ