ঢাকা শনিবার, এপ্রিল ১৯, ২০২৫
রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৩-২৫ ১৬:০৪:০৭

রাজবাড়ীতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আয়োজনে গতকাল ২৫শে মার্চ পৌরসভার কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামী আমীর ও কেন্দ্রীয় শুরা কমিটির সদস্য এডঃ মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি এডঃ জাহাঙ্গীর আলম জাহিদ, বাংলাদেশ ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারী মাওলানা কারী আবু ইউসুফ, জেলা ইমাম কমিটির সেক্রেটারী মাওলানা মোফাজ্জল হোসেন, বাংলাদেশ খেলাফতে মজলিশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ ইলিয়াস আলী মোল্লা, জেলা জিয়া পরিষদের সাবেক ভাইস প্রেসিডেন্ট  বীর মুক্তিযোদ্ধা এডঃ মোঃ আব্দুল গফুর ও রাজবাড়ী গণ অধিকার পরিষদের সভাপতি মোঃ শরীফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
 বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারী মোঃ আলিমুজ্জামানের সঞ্চালনায় এসময় জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, জেলা কর্মপরিষদ সদস্য প্রফেসর হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন অর রশিদ, রাজবাড়ী পৌর জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান, সেক্রেটারী মাওলানা লিয়াকত হোসেন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সৈয়দ আহম্মেদ, সেক্রেটারী মাওলানা মোবারক হোসেন, ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আবু তাহেরসহ জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
 ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সৈয়দ আহম্মেদ।
 সভাপতির বক্তব্য জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় সূরা কমিটির সদস্য এডঃ মোঃ নূরুল ইসলাম বলেন, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া দীর্ঘদিন পর আমরা এভাবে একত্রিত হয়ে ইফতার করতে পারছি। জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি। যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনা করছি। 

 

গোয়ালন্দে নানা আয়োজনে শেষ হলো  তিন দিনব্যাপী ১৫৩তম ফকিরী মেলা
বানীবহে রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
কালুখালীতে ভোক্তার অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৯হাজার টাকা জরিমানা
সর্বশেষ সংবাদ