রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা বাবদ নগদ অর্থ চেক বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
গতকাল ২৫শে মার্চ বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলামসহ উপকারভোগী পরিবারগুলোর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল আলীম জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্যে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারকে দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রত্যেক পরিবারকে ৫হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।