পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দে প্রতি বছরের ন্যায় হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন এবারো প্রতিবন্ধীদের মাঝে শাড়ি, লুঙ্গি ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে।
গতকাল ২৮শে মার্চ ফাউন্ডেশনের পক্ষ হতে দৌলতদিয়া ১নম্বর ফেরী ঘাট সংলগ্ন গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র কার্যালয়ে ৫০ জন প্রতিবন্ধীর মাঝে উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ সুলতান হোসেন।
ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মোঃ আয়নাল আহসানের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রধান সমন্বয়কারী ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত সফল প্রতিবন্ধী ব্যক্তি মোঃ রকিবুল ইসলাম, সহ-সভাপতি সিদ্দিক সরদার ও কোষাধ্যক্ষ রফিকুল ইসলামসহ হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের অন্যান্য স্বেচ্ছাসেবকবৃন্দ।
বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল- জনপ্রতি ৫কেজি চাল, ১ কেজি পোলার চাল, ১ প্যাকেট সেমাই, ১কেজি চিনি, মাসকালাই ডাল, গুড়ো দুধ এবং শাড়ী ও লুঙ্গি।
এ প্রসঙ্গে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ সুলতান হোসেন জানান, গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের সন্তান সৌদি আরব প্রবাসী মোহাম্মদ হোসাইনের নামে গঠিত হোসাইন ইয়ুথ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে গোয়ালন্দ উপজেলাবাসীর সুখ-দুঃখে পাশে থেকে শিক্ষা, চিকিৎসা, খাদ্য সহায়তা, কর্মসংস্থান সৃষ্টিসহ নানা বিষয়ে কাজ করছে। তারই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারের ঈদে উপজেলার ৫০ জন প্রতিবন্ধীর মাঝে নারী-পুরুষের মাঝে নতুন পোশাক ও খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৭শে মার্চ সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে সংগঠনের পক্ষ থেকে উপজেলার ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে বাছাইকৃত ৮’শ অসহায় পরিবারের মাঝে এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।