রাজবাড়ী সদর উপজেলার বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেফালী আক্তারের অপসারণ ও গ্রেফতারের দাবীতে গতকাল ১৩ই এপ্রিল সকালে বানীবহ ইউনিয়ন পরিষদের সামনে ইউনিয়নবাসী আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধন চলাকালে বানীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ খোরশেদ আলম, বানীবহ বাজারের ব্যবসায়ী খলিলুল রহমান খলিল, ইউনিয়ন ইমাম কমিটির সভাপতি দাউদ ব্যাপারী, যুবদল নেতা মোঃ মুন্সী ও ছাত্র প্রতিনিধি মোঃ সুমন ইসলামসহ অনেকেই বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শেফালী বেগমের স্বামী আব্দুল লতিফ মিয়া ছিলেন বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। স্বামীর মৃত্যুর পর শেফালী বেগম সরাসরি রাজনীতিতে আসেন এবং ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিনা ভোটে বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন। তিনি রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি কাজী কেরামত আলী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর নির্দেশে বানীবহ ইউনিয়নের বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর অনেক জুলুম-অত্যাচার চালিয়েছেন। জন্মনিবন্ধন সনদ ও বিভিন্ন ভাতা কার্ড করতে তিনি দরিদ্র মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন।
বক্তারা আরো বলেন, শেফালী আক্তার বানীবহ ইউনিয়ন পরিষদের বিনা ভোটের চেয়ারম্যান। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন তিনি বিনা ভোটে চেয়ারম্যান হয়েছিলেন। চেয়ারম্যান নির্বাচিত হয়েই তিনি বেপরোয়া হয়ে ওঠেন। এছাড়াও গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বিনা ভোটের চেয়ারম্যান শেফালী আক্তারের নেতৃত্বে রাজবাড়ীতে আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলা চালানো হয়। ওই হামলায় অনেকেই আহত হয়। আমরা এই বিনা ভোটের চেয়ারম্যানকে এই ইউনিয়ন পরিষদ থেকে দ্রুত অপসারণ চাই। শুধু অপসারণই নয় ভোট চুরি করে আমাদের খোরশেদ চেয়ারম্যানের চেয়ার কেড়ে নেওয়ার অপরাধে শেফালী আক্তারকে দ্রুত গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।
এছাড়াও এই চেয়ারম্যানের সাথে সহযোগী যেসব স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তারের দাবী জানাচ্ছি। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। অনতিবিলম্বে এই আওয়ামী ফ্যাসিস্ট বিনা ভোটের চেয়ারম্যান ও তার দোসরদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।
মানববন্ধন শেষে গণস্বাক্ষর নেওয়া হয় এবং প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।