পহেলা বৈশাখ উপলক্ষে রাজবাড়ীতে জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী লোকজ মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করায় শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদকে ক্রেস্ট উপহার দেওয়া হয়েছে। গতকাল ১৬ই এপ্রিল বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য শুদ্ধ বাংলা সংগীত রক্ষা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি চন্দন কুমার সাহা ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস মিমির হাতে এ ক্রেস্ট তুলে দেন। এ সময় এনডিসি নাহিদ রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অংকন পালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।