ঢাকা সোমবার, মে ১২, ২০২৫
শেখ হাসিনা যেদিন পালিয়ে গেছে সেদিনই আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে --- জয়নুল
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৫-১১ ১৫:৪৯:৫৩

 বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডঃ জয়নুল আবেদীন বলেছেন, শেখ হাসিনা যেদিন পালিয়ে গেছে সেই দিনই আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে। ফ্যাসিস্ট যখন বিদায় নেয় তখন সে দেশে তাদের আর রাজনীতি থাকে না। তাই আওয়ামী লীগের রাজনীতি দেশে আর হবে এটা আমরা মনে করি না।
 গতকাল ১১ই মে বিকালে ঢাকা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে রাজবাড়ী সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড়ে জেলা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে পথসভায় তিনি এ কথা বলেন।
 বিএনপির ভাইস চেয়ারম্যান এডঃ জয়নুল আবেদীন বলেন, বিএনপি ফ্যাসিস্টদের বিচার চায় এবং সেই বিচার হবে দৃষ্টান্তমূলক বিচার। যেনো তেনো বিচারে হবে না। সেজন্য এদেশের মানুষের সমর্থন লাগবে, সাহায্য সহযোগিতা লাগবে। আমরা এজন্য প্রথম থেকেই বলেছি সংস্কার প্রক্রিয়া চলতে থাকবে। কিন্তু সাথে সাথে নির্বাচনও দিতে হবে। প্রায় নয় মাস হয়ে গেলো এখনো নির্বাচনের রোডম্যাপ আমরা দেখিনা। 
 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বিএনপির তিনি আরো বলেন, আপনি ব্যর্থ হন এটা আমরা চাইনা। আমরা চাই আপনি সফলভাবে জাতীয় নির্বাচন দেন। একটি নির্বাচনের জন্য জনগণ ১৭ বছর সংগ্রাম করেছে মাঠে ঘাটে। ৬২ হাজারের ও বেশি মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। সেজন্য আমরা বর্তমান সরকারকে বলছি আপনাদের প্রতি আমাদের যথেষ্ট সমর্থন রয়েছে। আপনারা যত দ্রুত সম্ভব এদেশে গণতন্ত্র দিয়ে গঠনতন্ত্রের প্রক্রিয়ার মাধ্যমে আপনারা নির্বাচনের ব্যবস্থা করুন।
 তিনি বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হলে দেশ নায়ক তারেক রহমান খুব সহসাই দেশে ফিরে আসবেন। তিনি দেশে ফিরে এসে এদেশের মানুষের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাবে। বিএনপি জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় আসবে।
 নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান এডঃ জয়নুল আবেদীন আরো বলেন, দলের যেনো কোন বদনাম না হয় আপনারা সেটা খেয়াল রাখবেন। এজন্য কোন চাঁদাবাজি, বাড়ী দখল, বালু মহল দখল ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে আপানার বিরত থাকবেন। তাহলে জনগণ আপনাদেরকে বিশ্বাস করবে। এজন্য আপনারা এসকল কর্মকান্ড থেকে দূরে থেকে এ দেশটাকে বাঁচাবার চেষ্টা করবেন। ফ্যাসিস্ট সরকার দেশটাকে শেষ করে দিয়ে গেছে, কিছুই রাখে নাই। দেশের ব্যাংক, বীমা যা কিছু আছে সব তারা ধ্বংস করে দিয়ে গেছে। গণতন্ত্র হলো মানুষের ভোটের অধিকার, সেটাও তারা শেষ করে দিছে। তারা দেশটাকে পঙ্গু বানিয়ে দিয়ে গেছে। সেখান থেকে দেশ টাকে রক্ষা করতে হবে।
 জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখনের সঞ্চালনায় পথসভায় অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবু, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডঃ আসলাম মিয়া বক্তব্য রাখেন।
 এ সময় রাজবাড়ী পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন মিয়া, পৌর বিএনপির সাবেক সভাপতি মাহাবুব হোসেন চৌধুরী দুলাল, জেলা স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটির আহ্বায়ক আব্দুল মালেক খান, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আসজাদ হোসেন আজাদসহ জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 পথসভা শেষে এডঃ জয়নুল আবেদীন কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করেন। তাকে গাড়িবহর সহ পাংশা পর্যন্ত এগিয়ে দেয় জেলা বিএনপির নেতাকর্মীরা।

শেখ হাসিনা যেদিন পালিয়ে গেছে সেদিনই আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে --- জয়নুল
যৌথ বাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার-২
আ’লীগ নিষিদ্ধের দাবীতে রাজবাড়ীতে গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি প্রদর্শন
সর্বশেষ সংবাদ