২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হয় গত ১০ই এপ্রিল। এর মধ্যে গতকাল ১৩ই মে শেষ হয়েছে ৯টি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত লিখিত(তত্ত্বীয়) অংশের পরীক্ষা।
আর মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে পরিচালিত দাখিল পরীক্ষা শেষ হবে আগামী ১৫ই মে। একইদিন শুরু হবে স্কুলের ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ২২শে মে পর্যন্ত। আর মাদ্রাসার ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৬-২২শে মে পর্যন্ত।
রাজবাড়ীতে এসএসসির লিখিত পরীক্ষার শেষ দিনে ১৮৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে শেষ দিনে কোন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়নি।
গতকাল ১৩ই মে বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা থেকে এই তথ্য জানা গেছে।
জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, গতকাল ১৩ই মে এসএসসি পরীক্ষার শেষ দিনে ১২ হাজার ২৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ৮৩৯ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন। এদিন ১৮৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে এসএসসি পরীক্ষায় ৮ হাজার ৮৬২ জন, দাখিল পরীক্ষায় ১ হাজার ৫৯১ জন ও এসএসসি ভোকেশনালে ১ হাজার ৩৮৬ জন উপস্থিত ছিলেন। এছাড়াও এসএসসিতে ১৪৩ জন, দাখিল পরীক্ষায় ১৭ জন ও এসএসসি ভোকেশনালে ২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চলতি বছরে রাজবাড়ী জেলায় এসএসসি ও সমমান পরীক্ষার ১৪ হাজার ৪৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এর মধ্যে এসএসসি ১০ হাজার ৭৯৯, দাখিলে ১ হাজার ৯১৫ ও এসএসসি(ভোক) ও দাখিল(ভোক) ১ হাজার ৭১৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।