ঢাকা শনিবার, জুন ১৪, ২০২৫
রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসহ অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৫-১৮ ১৬:২৪:৪৭

 রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা গতকাল ১৮ই মে সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
 জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় নবাগত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম ও সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ বক্তব্য রাখেন।
 সভার শুরুতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল আমিন, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান সরকার, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোঃ রাজস খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, রাজবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ খাঁন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ আশরাফুজ্জামান, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন-অর-রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু জাকারিয়া, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার গোলাম রসূল, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী গোলাম আহম্মেদ, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান, জেলা খাদ্য কর্মকর্তা আলমগীর কবির, মহিলা বিষয়য়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক এস এম আল কামাল, জেলা সমবায় কর্মকর্তা সেলিনা পারভীন, বিসিক শিল্প নগরীর সহকারী মহাব্যবস্থাপক চয়ন বিশ্বাস, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোঃ রেজাউল করিম, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ আবজাউল ইসলাম, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, রাজবাড়ী কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহমেদ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আসিফুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মোঃ আমানুল্লাহ আহমেদসহ অনান্য কর্মকর্তারা তাদের স্ব স্ব দপ্তরের কার্যবিবরণী তুলে ধরেন।
 অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্যের সঞ্চালনায় সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান, কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মহুয়া আফরোজ, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী চৌধুরী মোস্তাফিজুর রহমানসহ সরকারী বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
 সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, উন্নয়ন সমন্বয় কমিটির মিটিং জেলার একটি গুরুত্বপূর্ণ মিটিং। এই ফোরামের মাধ্যমে জেলার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে। আমরা জেলার উন্নয়নের জন্য সকলে মিলে একসাথে কাজ করবো। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা জেলার উন্নয়নের ধারাকে এগিয়ে নিবো 
 জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষে অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়।

 

ঈদ শেষে দৌলতদিয়া ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়
কাজীকান্দা প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন সাবেক এমপি খৈয়ম
শব্দ দূষণ রোধে রাজবাড়ীতে দুইটি যানবাহনকে জরিমানা
সর্বশেষ সংবাদ