রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কলিমহর ইউপির চর সাঁজুরিয়া গ্রামের বাসিন্দা, অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মোঃ নজরুল ইসলামের নিখোঁজ ছেলে আব্দুল্লাহ ওরফে তামিম(১৩) এর সন্ধানে গতকাল ৩রা জুন দুপুরে পাংশা শহরের মালেক প্লাজা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
থানা পুলিশ, নিখোঁজ তামিমের পরিবার ও স্বজনদের খোঁজাখোঁজির এ পর্যায়ে নিখোঁজ তামিমের পরিবার ও চর সাঁজুরিয়া এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে নিখোঁজ তামিমের পিতা মোঃ নজরুল ইসলাম, পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সরদার, পাংশা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমীন ও ছাত্রদল নেতা আশিক মন্ডল প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা প্রশাসনসহ সর্বস্তরের মানুষের কাছে নিখোঁজ স্কুল ছাত্র আব্দুল্লাহ ওরফে তামিমের সন্ধানে আন্তরিক সহযোগিতা কামনা করেন।
জানা যায়, নিখোঁজ তামিম শরিষা প্রেমটিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। গত ২০শে মে সকাল ৯টার দিকে বাড়ী থেকে বাইসাইকেল যোগে স্কুলে যাওয়ার পথে সে নিখোঁজ হয়। ঘটনার পরদিন নিখোঁজ তামিমের পিতা মোঃ নজরুল ইসলাম পাংশা মডেল থানায় জিডি করেন। জিডি নং-৯১৪। গতকাল ৩রা জুন ঘটনার দু’সপ্তাহেও নিখোঁজ তামিমের সন্ধান মেলেনি। ঘটনার পর থেকে নিখোঁজের পরিবার ও স্বজনেরা উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে।
এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, নিখোঁজ স্কুল ছাত্র তামিমের সন্ধানে পুলিশের জোর কার্যক্রম অব্যাহত আছে। শুধু পাংশা থানা পুলিশই নয়, সারা বাংলাদেশের সকল থানার মাধ্যমে নিখোঁজ ছেলেটির অনুসন্ধান কার্যক্রম চলমান আছে।