ঢাকা শনিবার, জুন ১৪, ২০২৫
গোয়ালন্দে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৬-০৪ ১৫:৩৬:৫০

পবিত্র ঈদুল আযহার আর মাত্র দুই দিন বাকি। এরই মধ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দে জমে উঠেছে কোরবানির পশুর হাট। শুরুতে পশুর হাটগুলোতে মানুষের উপস্থিতি কম থাকলেও ঈদ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতাদের ভিড়। উপজেলার প্রতিটি হাটে এখন উপচে পড়া ভিড় লক্ষ করা যাচ্ছে।
 গতকাল ৪ঠা জুন দুপুরে উপজেলার গরুর হাটে গিয়ে দেখা যায়, হাটে তিল ধারণের ঠাঁই নেই। কেউ এসেছেন একা, কেউবা আবার পরিবার-পরিজন বা দলবেঁধে। ক্রেতা-বিক্রেতাদের উপস্থিতি হাটজুড়ে যেন ঈদের উৎসবের আবহ সৃষ্টি করেছে। পশু কেনাকাটাকে কেন্দ্র করে হাটে প্রাণচাঞ্চল্য দেখা গেছে।
 এ বছর হাটে দেশি গরুর আধিপত্য লক্ষ্য করা গেছে। এই হাটে বিপুল সংখ্যক দেশি গরু তোলা হয়েছে। তবুও ক্রেতাদের আগ্রহে ঘাটতি নেই। অনেকেই পছন্দের পশুটি কিনে বাড়ি ফিরছেন, আবার কেউ কেউ অপেক্ষা করছেন দাম আরও একটু কমার আশায়।
 এদিকে পশুর হাটের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও রয়েছে প্রশাসনের কড়া নজর। গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম গতকাল বুধবারে হাট পরিদর্শন করেন। তিনি জানান, “গোয়ালন্দের এই হাটে পুলিশের টহল টিম দায়িত্ব পালন করছে, যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে।” আমরা হাটটি সর্বক্ষণিক নজরদারি করছি।
 এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদুর রহমান জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোয়ালন্দে পশুর হাটে প্রশাসনের মোবাইল টিম কাজ করছে। পাশাপাশি, বেপারীদের পশু আনা-নেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত নজরদারি এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।” সব মিলিয়ে ঈদের আগে শেষ মুহুর্তে হাটটি জমে উঠেছে।

 

পাংশার মৈশালা পালপাড়ায় গৃহবধূর দীপার আত্মহত্যা
পাংশার কসবামাজাইলে গোলযোগের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের
পাংশায় অতিরিক্ত ভাড়া নেওয়ায় জামান পরিবহনকে জরিমানা
সর্বশেষ সংবাদ