রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ঈদগাহ ময়দানে আগামী ৭ই জুন সকাল পৌনে ৮টায় পবিত্র ঈদুল আযহা’র প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গত ২১শে মে বিকাল সাড়ে ৩টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় সিদ্ধান্ত হয়, ঈদের দিন প্রচলিত রীতি অনুযায়ী সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী ও বেসরকারী ভবনের শীর্ষে স্ব-স্ব প্রতিষ্ঠান প্রধান বা মালিক কর্তৃক যথাযোগ্য মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ঈদগাহ ময়দানে সকাল পৌনে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। একই জামাতে ঈদগাহ ময়দানের দক্ষিণ পার্শ্বে আলাদা পর্দা টানিয়ে মহিলাদের নামাজের ব্যবস্থা করা হবে। বৃষ্টি কিংবা অন্য কোন প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে জেলা মডেল মসজিদে সকাল ৮টায়। ঈদের প্রধান জামাতের ইমামতি করবেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা আবু সাঈদ তাইয়্যেবী। তার সাথে বিকল্প ইমাম থাকবেন। এছাড়াও প্রধান জামাত শেষে শহরের অন্যান্য জামাতসমূহ এলাকা ভিত্তিক মসজিদ বা ঈদগাহ ময়দানে স্থানীয়ভাবে সুবিধামত সময়ে অনুষ্ঠিত হবে।
রাজবাড়ী পৌরসভা ঈদগাহ ময়দানের প্রবেশ পথ সংস্কার করে যাতায়াতের সুব্যবস্থাসহ অন্যান্য ছোটখাটো মেরামত বা সংস্কার এবং ঈদের আগের দিন বেলা ১১টার মধ্যে ঈদগাহ ময়দান ও ময়দানের চারপাশ পরিষ্কার(প্রয়োজনে ফায়ার সার্ভিস পানি দিয়ে ময়দানটি পরিষ্কারকরণে সহায়তা করবে) করে জামাতের পূর্বে মাঠ নামাজের উপযোগী করার সর্বপ্রকার ব্যবস্থাসহ ঈদগাহ ময়দানের চারপাশে পাইপের দন্ডে রঙিন পতাকা উত্তোলনের ব্যবস্থা করবে। এছাড়াও ঈদগাহ ময়দানে পর্যাপ্ত ওজুর পানির ব্যবস্থা এবং ঈদগাহ ময়দানের আশেপাশের স্থানসমূহ সুসজ্জিতকরণ ও ময়দানের প্রবেশ পথে তোরণ নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা করবে রাজবাড়ী পৌরসভা।
অপরদিকে, রাজবাড়ী পৌরসভা ও চেম্বার অব কমার্স কর্তৃক রাজবাড়ী সার্কিট হাউজ থেকে শুরু করে রেলগেট ও ঈদগাহ ময়দান পর্যন্ত সড়কের দু’পাশে “ঈদ মোবারক” লেখা পতাকা ও ব্যানার দ্বারা সজ্জিত করবে। এছাড়াও শহরের মধ্যস্থিত প্রধান সড়ক সজ্জিতকরণ ও উল্লেখযোগ্য মোড়গুলোতে ঈদের শুভেচ্ছা সম্বলিত পোস্টারিং করা হবে। সেই সাথে রাজবাড়ী পৌরসভার পক্ষ থেকে শহরের প্রধান সড়ক আলোকসজ্জিত করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্যের সঞ্চালনায় সভায় স্থানীয় সরকার শাখার উপপরিচালক মাজহারুল ইসলাম, জাতীয় গোয়েন্দা সংস্থা(এনএসআই) উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মোঃ সোহেল শেখ, পুলিশ সুপারের প্রতিনিধি সদর থানার পরিদর্শক(তদন্ত) রাসেল মোল্লা, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এস এম হাফিজুর রহমান, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, ট্রাফিক ইন্সপেক্টর আতাউর রহমান খান, ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী মোঃ সফিকুল ইসলাম, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আবু আব্দুল্লাহ, সোনালী ব্যাংক পিএলসি রাজবাড়ী শাখার সিনিয়র অফিসার আসাদুজ্জামান, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ তায়েব আলী, বিসিক শিল্প নগরীর সহকারী উপ-মহাব্যবস্থাপক চয়ন বিশ্বাস, জেলা কারাগারের জেলার(ভারপ্রাপ্ত) হাসান মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা আবু সাঈদ তাইয়্যেবীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।