ঢাকা শনিবার, জুন ১৪, ২০২৫
রাজবাড়ীতে কোরবানীর ঈদকে ঘিরে মাংস কাটার খাইট্টা প্রস্তুত করা হচ্ছে
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৬-০৫ ১৭:০৭:৩৯

 পবিত্র ঈদুল আযাহার দিনে কোরবানীর পশুর মাংস কাটতে খাইট্টার গুরুত্ব অপরিহার্য। সারা বছর কসাইখানায় এর ব্যবহার হলেও ঈদুল আযহার সময় বাড়ীতে বাড়ীতে থাকে এর বিপুল চাহিদা। কোরবানীর মৌসুমে গ্রাম থেকে শহরের বাড়ী পর্যন্ত এর বিস্তৃতি ঘটে। মাংস কাটার কাজের সুবিধার্থে বাজার থেকে খাইট্টা কিনে নিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ।
 গতকাল ৫ই জুন রাজবাড়ী শহরের ভাজনচালার পাটখড়ি বাজারে গিয়ে দেখা যায় তেঁতুল গাছের গুড়ি কেটে মাংস কাটার খাইট্টা তৈরি করা হচ্ছে। আবার কেউ বসে বিক্রি করছে। আকার ভেদে ১৫০ টাকা থেকে শুরু করে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে এই খাইট্টা।
 খাইট্টা বিক্রেতা সুমন জানান, আমি খড়ির ব্যবসা করি। কোরবানীর সময় এই খাইট্টা বিক্রি করি। খাইট্টা তৈরিতে সাধারণত তেতুঁল কাঠ ব্যবহার করা হয়। কারণ তেঁতুল কাঠ অন্য কাঠের চেয়ে শক্ত। 
 তিনি আরও জানান, মূলত মাংস কাটার কাজে এই খাইট্টা ব্যবহার হয়। কসাইরা পশুর মাংস কাটার কাজে এ খাইট্টা ব্যবহার করেন। ঈদুল আযহার সময় এই খাইট্টার চাহিদা বেড়ে যায়। যারা বাড়ীতে পশু কোরবানী দেই তারা অনেকে কিনে থাকেন। তেঁতুল গাছের গুড়ি কিনে আজ প্রস্তুত করছি। আগের কিছু রয়েছে সেগুলো বিক্রি করছি। আকার ভেদে ১৫০ টাকা থেকে ৪০০ টাকা দাম চাচ্ছি।
 খাইট্টা কিনতে আসা আকবর বলেন, প্রতি বছর ঈদুল আযাহায় শখ করে একটি করে খাইট্টা কিনি। মাংস কাটার কাজে এটি ব্যবহার করি। খাইট্টা কেনাটাও ঈদের একটি আনন্দ। ২৫০ টাকা মাঝাড়ি একটি খাইট্টার দাম চেয়েছিল, দরদাম করে ২০০ টাকায় কিনলাম।
 কাঠ ব্যবসায়ী গৌতম বলেন, তেঁতুলগাছ এখন খুব কম দেখা যায়। যাও পাওয়া যায় অনেক দাম দিয়ে কিনতে হয়। অন্য কাঠের থেকে তেঁতুল গাছ শক্ত হওয়ায় এই গাছ দিয়ে খাইট্টা তৈরি করা হয়। বেচাকেনা এখনো জমে নাই। আজ গুড়ি কেটে খাইট্টা তৈরি করা হচ্ছে। কোরবানীর ঈদে বিভিন্ন স’মিল থেকে ছোট ছোট গুড়ি ক্রয় করে, আবার অনেকে বাড়ীর গাছ বিক্রি করে সেখান থেকেও ক্রয় করে সেগুলো মাংস কাটার উপযোগী করে নির্দিষ্ট মাপে টুকরা করে খাইট্টা তৈরি করে বাজারে বিক্রি করা হয়। 

 

ঈদ শেষে দৌলতদিয়া ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়
কাজীকান্দা প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন সাবেক এমপি খৈয়ম
শব্দ দূষণ রোধে রাজবাড়ীতে দুইটি যানবাহনকে জরিমানা
সর্বশেষ সংবাদ