ঢাকা শনিবার, জুন ১৪, ২০২৫
রাজবাড়ী থেকে গুলিস্তান পদ্মা সেতু হয়ে ঈদ স্পেশাল এসি বাস সার্ভিস উদ্বোধন
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৬-০৬ ১৭:৪১:১৪

রাজবাড়ী থেকে গুলিস্তান ভায়া পদ্মা সেতু বিআরটিসি ঈদ স্পেশাল বাস সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে।
 গতকাল ৬ই জুন সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী শহরের শ্রীপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে এই এসি বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেন বিআরটিসি’র চেয়ারম্যান(অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা।
 বিআরটিসির অপারেশন ম্যানেজার মোঃ জামসেদ আলীর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিআরটিসি’র চেয়ারম্যান(অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা বক্তব্য রাখেন।
 অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে রাজবাড়ী বিআরটিএ’র সহকারী পরিচালক মোহাম্মদ নাছির উদ্দিন, বিআরটিসি’র টুঙ্গী পাড়া ডিপোর ম্যানেজার এনামুল ইসলাম বক্তব্য রাখেন।
 প্রধান অতিথির বক্তব্যে বিআরটিসি’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আব্দুল লতিফ মোল্লা বলেন, বিআরটিসি একটি চ্যালেঞ্জিং সেক্টর। এই সেক্টরের একটা পরিবর্তন আনা প্রয়োজন। এই পরিবর্তন আনার জন্য আমাদের উপদেষ্টা মহোদয় আমাকে এই দায়িত্ব দিয়েছেন। বিআরটিসি সার্ভিসে ১৩০০ বাস, ৬০০ ট্রাক ও অন্যান্য সবকিছু মিলিয়ে ২হাজার যানবাহনের একটি সংস্থা আমাদের চালাতে হচ্ছে। বিআরটিসির সার্ভিসের মূল কাজ হচ্ছে মানুষের সেবা দেওয়া। যখন পরিবহন সেক্টরগুলোর মধ্যে প্রাইভেট সেক্টর কোন কাজ করতে পারছে না, যখন তাদের সার্ভিসের অপ্রতুলতা থাকে তখন সেই বিআরটিসি এগিয়ে এসে মানুষকে সেবা দিয়ে থাকে। বিআরটিসির আগের অবস্থা থেকে বর্তমান অবস্থা আরও উন্নত।
 তিনি আরও বলেন, রাজবাড়ীবাসীর কথা মাথায় রেখে আমরা রাজবাড়ী থেকে সরাসরি পদ্মা সেতু হয়ে ঢাকার গুলিস্তান পর্যন্ত বিআরটিসির এসি বাস সার্ভিস চালু করছি। প্রাথমিকভাবে আমরা একটা বাস দিয়ে শুরু করছি। এরপর আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখবো, যাত্রীর সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে আমরা বাসের সংখ্যা বাড়াতে পারবো। যেহেতু রাজবাড়ীসহ ৬ জেলা পদ্মা সেতুর সুবিধা পাচ্ছে না তাহলে আপনারা যদি চান তাহলে জেলা প্রশাসকের সহায়তায় আমরা যদি এখানে একটা ডিপো করতে পারি তাহলে রাজবাড়ীবাসী সুবিধা পাবে। রাজবাড়ীতে একটি রেলওয়ের ডিপো হবার কথা ছিলো, কিছু কারণে সেটা বন্ধ আছে। এই রেলের ডিপো ও বিআরটিসির ডিপো যদি আমরা করতে পারি তাহলে সারাদেশের সাথে রাজবাড়ীর কানেক্টিভিটি হবে।
 তিনি বলেন, আমাদের এটা উন্নয়নের সহযোগী হিসেবে নিতে হবে। আমি এখানে বিআরটিসির সার্ভিসটা চালু করলাম আপনারা যদি চান এটা বাড়বে। আপনারা যদি এটায় না উঠতে চান, ডিপো যদি না হয় তাহলে এটা একসময় বন্ধ হয়ে যাবে।
 বিআরটিসির চেয়ারম্যান বলেন, ঈদে যাত্রীর চাপের কারণে আজকে আমরা বিআরটিসির বিশেষ এই বাস সার্ভিস চালু করলাম। রাজবাড়ীতে যদি ভবিষ্যতে যাত্রীর চাহিদা থাকে তাহলে আমরা এখানে একটা ডিপো করবো। ডিপো করলে আমাদের ৬টি জেলা কাভার হবে। এ জেলার কাভারেজ যাচ্ছে গোপালগঞ্জ ও বরিশাল থেকে। আর মাঝখানের এই জায়গাটায় বিআরটিসির কাভারেজ নেই। ফলে এই এলাকার মানুষ পদ্মা সেতুর সুবিধা পাচ্ছে না। সরকারের উদ্দেশ্য হলো পদ্মা সেতুর এই সুবিধা যেনো রাজবাড়ীবাসী তথা এই এলাকার মানুষ যাতে পায় সেজন্য বিআরটিসির এই সার্ভিসটা চালু করা হয়েছে। ভবিষ্যতে আমি যদি এখানে একটি ডিপো করতে পারি জেলা প্রশাসনে ও অন্যান্য পরিবহন সেক্টরের সহযোগিতা নিয়ে তাহলে আমার এখানে যাত্রী সেবাটা বৃদ্ধি পাবে। উন্নত মানের যাত্রী ছাউনি, টয়লেটসহ বিশেষ সুবিধা থাকবে। ডিপো স্থাপন করলে কর্মসংস্থান সৃষ্টি হবে।
 তিনি আরও বলেন, সারা বাংলাদেশেই বিআরটিসিকে ঢেলে সাজানো হবে। বিআরটিসি কিন্তু অলাভজনক প্রতিষ্ঠান না। সাড়ে ৪হাজার মানুষের কর্মসংস্থান এখান থেকে হচ্ছে। তারা ইনকাম করছে তাদের বেতন তারা নিচ্ছে। সরকার এখানে সহযোগিতা করছে।
 উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সরকার শাখার উপপরিচালক মাজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, এনডিসি নাহিদ আহমেদ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার, বিআরটিসির সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোঃ মাহমুদুল হাসান জুয়েলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
 জানা গেছে, রাজবাড়ী টু গুলিস্তান ভায়া পদ্মা সেতু হয়ে ঈদ স্পেশাল এসি বাস সার্ভিস নিয়মিত রাজবাড়ীর নতুন বাজার বাস স্টান্ড থেকে ছেড়ে যাবে। ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। প্রতিদিন ভোর ৬টায় রাজবাড়ী থেকে ছেড়ে যাবে।
 

ঈদ শেষে দৌলতদিয়া ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়
কাজীকান্দা প্রিমিয়ার লীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করেন সাবেক এমপি খৈয়ম
শব্দ দূষণ রোধে রাজবাড়ীতে দুইটি যানবাহনকে জরিমানা
সর্বশেষ সংবাদ