রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়ায় পারিবারিক কবরস্থানে জেলা বিএনপির আহ্বায়ক এডঃ লিয়াকত আলী বাবুর সহধর্মিনী জাতীয়তাবাদী মহিলা দল জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক এবং মহিলা দলের উপদেষ্টা মন্ডলীর সদস্য তাজিম সুলতানা লাকির দাফন সম্পন্ন হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গতকাল ১৫ই জুন ভোর সোয়া ৫টায় ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল ১৫ই জুন বাদ মাগরিব রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে হাফেজ আঃ মালেকের ইমামতিতে মরহুমার দ্বিতীয় জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে তার জীবনের স্মৃতিচারণ করেন মরহুমার স্বামী এডঃ লিয়াকত আলী বাবু। এ সময় তিনি আবেগ আপ্লুত কণ্ঠে শেষবারের জন্য উপস্থিত সকলের কাছে ক্ষমা চেয়ে দোয়া প্রার্থনা করেন।
এ সময় অন্যান্যর মধ্যে জেলা বিএনপি’র সদস্য সচিব এডভোকেট কামরুল আলম, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ হারুন, পাংশা উপজেলা বিএনপি সভাপতি হাজী চাঁদ আলী খান, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক এডভোকেট রকিবুল হাসান রুমা, মেহেদী হাসান তোতা, ভাতিজা মোঃ শওকত আলী ও মরহুমার বড় সন্তান তানজিম নিশান প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও জানাযাতে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী আত্মীয়-স্বজনসহ স্থানীয় ধর্মপ্রাণ মানুষ অংশ নেয়। জানাযা শেষে কালুখালী উপজেলার রতনদিয়ার পারিবারিক গোরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।