ঢাকা শনিবার, জুলাই ১২, ২০২৫
দেশে এখন নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে---খৈয়ম
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-০৬-১৫ ১৪:৫৬:১০

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, দেশে এখন নির্বাচন করার মতন পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এখন ধরে নিতে পারি নির্বাচন ফেব্রুয়ারীতে হবে। দেশে নির্বাচন না হয়ে কোন উপায় নেই। এখন এই নির্বাচনটা আমরা কিভাবে করতে পারি, কিভাবে কি করলে ভালো হবে সেটা নিয়ে আমাদের চিন্তা করতে হবে।

 গতকাল ১৫ই জুন দুপুরে শহরের নান্নু টাওয়ারে রাজবাড়ী কনভেনশন সেন্টারে সদর উপজেলা বিএনপির আয়োজনে ইউনিয়ন প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, কয়েকদিন আগে বাংলাদশের রাজনীতিতে একটা দোদুল্য অবস্থা ছিলো। কেমন যেনো কালো মেঘে ছেয়ে গিয়েছিল বাংলাদেশের রাজনীতিতে। একটা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব, কি হয়, কি হয় না। এই ইউনূস সাহেব ও তার উপদেষ্টারা অনেকেই বললেন এই সরকার এসেছে, এই সরকার অনেকদিন থাকবে। সংস্কার শেষ হবে, বিচার শেষ হবে, তারপর দেশে নির্বাচন হবে। আমি মাঝে কয়েকটি টকশো তো গিয়েছিলাম। সেখানে সংস্কার নিয়ে কথা উঠেছিল। আমি সেখানে বলেছিলাম সংস্কার হলো একটা চলমান প্রক্রিয়া। পৃথিবী যতদিন আছে, মানবজাতি যতদিন আছে, সেখানে সংস্কার চলবে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন সংস্কার হোক কিন্তু একটা রোডম্যাপ দরকার, কবে নির্বাচন হবে, সেটার তারিখ লাগবে। এই নির্বাচনের বিষয়টি নিয়ে অনেকেই অনেক কথা বলেছে। কেউ বলে এই সরকার ৫বছর থাক, আবার কেউ বলে হাসিনার যে অবশিষ্ট সময় ছিল ওই সময় পর্যন্ত থাক। তখন চিন্তা করা যাবে দেশে ভোট হবে কি হবেনা। এ বিষয় নিয়ে কিন্তু তর্কবিতর্ক, আলাপ আলোচনা চলছে। তখন হঠাৎ প্রধান উপদেষ্টা এপ্রিল মাসে নির্বাচন হবার কথা বলেন। কিন্তু এপ্রিল মাসে নির্বাচন হলে মানুষের কষ্ট হবে। আমরা তখন তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছিলাম। দুই দিন আগে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. ইউনূস এর সাথে আমাদের নেতা তারেক রহমানের বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর জানানো হলো নির্বাচন হবে ফেব্রুয়ারী মাসে। বাংলাদেশের রাজনীতিতে যে ঘোলাটে পরিবেশ ছিলো বর্তমানে সেটা কেটে গেছে। নির্বাচন বাংলাদেশে হবে।
 তিনি আরও বলেন, আমার খুব বিষ্ময় লাগলো জামায়াতে ইসলামী এই পুরো সময়টা অদ্ভুত রাজনীতি করলো। কিছুদিন আগে ছেলেপেলে একটা দল করলো এনসিপি নামে। এই এনসিপি যা বলে জামায়াতে ইসলামী তাই করে। এই পোলাপান কিছুদিন আগে বলেছিলো নির্বাচন দরকার নেই, তখন জামায়াতে ইসলামীও তাদের সাথে সুর মিলিয়ে বলেছে নির্বাচন পরে হবে। কিন্তু গত ১৮ বছর দেশে নির্বাচন হয়নি। মানুষ তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে নাই। গণতন্ত্রের প্রধান শর্ত হলো নির্বাচন। তাই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে নির্বাচন দরকার।
 আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, জনগণের দ্বারা একটা নতুন সরকার গঠন হোক এটা জামায়াতে ইসলামী আরও দেরিতে চাচ্ছে। পোলাপানের তালে পড়ে জামায়াতে ইসলামী এই ধরণের বাজে রাজনীতি করে যাচ্ছে। তারেক রহমান ড. ইউনূসের সাথে কেন বৈঠক করলো এতেও তাদোর গা জ্বলা শুরু করেছে। আগামী ফেব্রুয়ারী নির্বাচন হবে, তাই আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এই জন্যই আপনাদের সাথে এই বৈঠক। সামনের নির্বাচনকে নিয়ে আমরা কি কি করবো, কিভাবে এগুতে হবে, কি পরিকল্পনায় আগাতে হবে তার জন্যই আপনাদের সাথে আমার এই আলোচনা। আগামী নির্বাচন আমাদের জন্য অনেক কঠিন হবে। আমরা সবাই যার যার জায়গা থেকে দলকে সংগঠিত করবো। নিজেরা নিজেরা সংগঠতি থাকলে দল সংগঠিত হবে। আগামী নির্বাচনে দলকে ক্ষমতায় আনাই মূল উদ্দেশ্য হবে।
 রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য কে.এ সবুর শাহীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবীব, যুগ্ম আহ্বায়ক আকমল হোসেন ও জেলা বিএনপির সদস্য এ মজিদ বিশ্বাস বক্তব্য রাখেন।
 রাজবাড়ী সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুল ইসলাম রনির সঞ্চালনায় অন্যান্যের মধ্যে রাজবাড়ী জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, রাজবাড়ী জেলা কৃষক দলের আহ্বায়ক আইয়ুবুর রহমান, রাজবাড়ী জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনি, রাজবাড়ী জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজিসহ জেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
 উল্লেখ্য, রাজবাড়ী সদর উপজেলার দাদশী, বরাট, পাঁচুরিয়া, খানখানাপুর, শহীদওহাবপুর, বসন্তপুর ও সুলতানপুর এই ৭টি ইউনিয়ন বিএনপি’র প্রতিনিধিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদ যেন জন্ম নিবন্ধন বিক্রির বাজার॥নিয়ন্ত্রণ হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে!
রাজবাড়ীতে গ্রাহকদের বিদ্যুৎ বিলের কোটি টাকা আত্মসাতকারী মোক্তারের আদালতে দোষ স্বীকার
 রাজবাড়ীতে জামায়াতের ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারীর সম্মেলন অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ