ঢাকা মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
রাজবাড়ীর পদ্মা নদীর পাড়ে বর্ষা উৎসব আগামী ২০ জুন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৬-১৭ ১৫:২৩:২০

 রাজবাড়ী শহরের গোদার বাজারে পদ্মা নদীর পাড়ে নবনির্মিত পর্যটন পয়েন্ট ‘পদ্মাপুলক’ চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে আগামী ২০শে জুন বর্ষা বরণ উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
 গতকাল ১৭ই জুন প্রেস বিজ্ঞপ্তিতে রাজবাড়ী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ তায়েব আলী বিষয়টি জানান।
 জানা গেছে, বর্ষা বরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইমরুল হাসান।
 অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজবাড়ী পৌরসভার প্রশাসক(উপ-সচিব) মাজহারুল ইসলাম।
 অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় থাকবে রাজবাড়ী পৌরসভা ও ব্যবস্থাপনায় রাজবাড়ী শিল্পকলা একাডেমী।

 

রাজবাড়ীতে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
রাজবাড়ীতে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বৃষ্টি হলেই তলিয়ে যায় রাজবাড়ী আদালত চত্বর ও প্রধান প্রবেশদ্বার
সর্বশেষ সংবাদ