ঢাকা মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫
অগ্রণী ব্যাংক রাজবাড়ী শাখার নতুন ব্যবস্থাপক এনামুল হকের যোগদান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৬-১৮ ১৫:২২:১৫

 অগ্রণী ব্যাংক পিএলসি রাজবাড়ী শাখায় নতুন সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক হিসেবে যোগদান করেছেন মোঃ এনামুল হক।
 গতকাল ১৮ই জুন সন্ধ্যায় তিনি বিদায়ী ব্যবস্থাপক মুহাম্মদ জসিম উদ্দিন মন্ডলের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন। 
 এর আগে অগ্রণী ব্যাংক পিএলসি রাজবাড়ী শাখার আয়োজনে বিদায়ী ব্যবস্থাপক মুহাম্মদ জসিম উদ্দিন মন্ডলের বদলী জনিত বিদায়ী ও নবাগত ব্যবস্থাপক মোঃ এনামুল হকের আগমন উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়।
 অগ্রণী ব্যাংক পিএলসি রাজবাড়ী শাখার নবাগত সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোঃ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদায়ী সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মুহাম্মদ জসিম উদ্দিন মন্ডল, ব্যাংকের গ্রাহক ও আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আহসান হাবীব, ব্যাংকের গ্রাহক রাজবাড়ী সরকারী কলেজের সাবেক ভিপি ও চন্দনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক শিকদার, অগ্রণী ব্যাংক পিএলসি রাজবাড়ী শাখার অফিসার/ব্যবস্থাপক(অগ্রণী এসএমই শাখা) মোঃ সেলিম খান, রাজবাড়ী শাখার প্রিন্সিপাল অফিসার/ব্যবস্থাপক (ইসলামি উইন্ডো) বাবর আলী, ব্যাংকের সিনিয়র অফিসার আল মামুন, সিনিয়র অফিসার রিপন আহমেদ পলাশ, সিনিয়র অফিসার ইসমত আরা, আহলাদীপুর শাখার প্রিন্সিপাল অফিসার শাহাদাত হোসেন, আহলাদীপুর শাখার প্রিন্সিপাল অফিসার শামসুন্নাহার সুমি, আহলাদীপুর শাখার সিনিয়র অফিসার আইরিন আক্তার, ব্যাংকের কর্মকর্তা শাহানা সুলতানা, জহিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
 প্রিন্সিপাল অফিসার নিশিকান্ত বসুর সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
 আলোচনা সভার আগে নবাগত সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোঃ এনামুল হক ও বিদায়ী সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মুহাম্মদ জসিম উদ্দিন মন্ডলকে ফুলেল শুভেচ্ছা জানান ব্যাংকের কর্মকর্তারা। পরে নবাগত ব্যবস্থাপক ও বিদায়ী ব্যবস্থাপককে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।
 অগ্রণী ব্যাংকের নবাগত সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোঃ এনামুল হক বলেন, আমি পাংশার সন্তান। ইতিপূর্বে পাংশা ও কালুখালী শাখার ব্যবস্থাপক হিসেবে কাজ করেছি। সর্বশেষ ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ে কর্মরত ছিলাম। উর্দ্ধতন কর্তৃপক্ষ আমাকে রাজবাড়ী ব্রাঞ্চে বদলি করেছে। এই ব্রাঞ্চের আজকের এই ভালো অবস্থানের জন্য বিদায়ী ব্যবস্থাপকের অনেক ভূমিকা রয়েছে। তিনি তার মেধা দিয়ে ব্রাঞ্চকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে।
 আমি নবাগত ব্যবস্থাপক হিসেবে সকলের সহযোগিতা কামনা করছি। যাতে সকলের সহযোগিতা নিয়ে গ্রাহকদের আমরা ভালো সেবা দিতে পারি।
 জানা গেছে, নবাগত সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মোঃ এনামুল হক এরআগে ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ে কর্মরত ছিলেন।
 বিদায়ী সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক মুহাম্মদ জসিম উদ্দিন মন্ডলকে পাংশা শাখায় যোগদানের জন্য রাজবাড়ী ত্যাগ করেন। তিনি রাজবাড়ী শাখায় গত ২০২২ সালের ৪ই এপ্রিল যোগদান করেছিলেন। তিনি দীর্ঘ ৩ বছর ২ মাস ১৫ দিন সুনামের সাথে রাজবাড়ী শাখায় কাজ করেছেন।

 

রাজবাড়ীতে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
রাজবাড়ীতে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বৃষ্টি হলেই তলিয়ে যায় রাজবাড়ী আদালত চত্বর ও প্রধান প্রবেশদ্বার
সর্বশেষ সংবাদ