দুইদিন নিখোঁজ থাকার পর বাড়ীর পাশ্ববর্তী ডোবা থেকে কিশোর ফরহাদ হোসেন আদর(১৬) এর মরদেহ পুলিশ উদ্ধার করেছে।
গতকাল ২৫শে জুন সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জয়রামপুর গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আদর দাদশী ইউনিয়ন ৪নং ওয়ার্ডের জয়রামপুর গ্রামের মৃত মজিবর মল্লিকের ছেলে। আদর ৭ ভাই বোনের মধ্যে সে সবার ছোট।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৩শে জুন বিকেলের পর থেকেই নিখোঁজ ছিলো ফরহাদ হোসেন আদর। পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে কোথাও পাওয়া যায়নি। পরে গতকাল ২৫শে জুন দুপুর ৩টার দিকে স্থানীয় একজন মহিলা ঘাস কাটতে গিয়ে ডোবায় একটি মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশে এসে মরদেহটি উদ্ধার করে। যে ডোবায় মরদেহটি পাওয়া গেছে ওই ডোবাও আদরদের।
আদরের বোন মোছাঃ চায়না খাতুন বলেন, আমাদের ৬ বোনের একমাত্র ভাই আদর। গত ২৩শে জুন সন্ধ্যায় আমার ছোট ভাই বাড়ী থেকে বের হয়ে হাটাহাটি করার জন্য দাদশী ইউনিয়নের জয়রামপুর গিমটি বাজারের উদ্দেশ্য যায়। তারপর থেকে আমার ছোট ভাইকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। আমার সকল কাছের আত্মীয় স্বজন এবং এলাকার সকল লোকজন আমার ভাইকে অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পায়নি। গতকাল ২৫শে জুন থানায় গিয়ে নিখোঁজ জিডি করি। পরে বিকেলে খবর পাই আমার ভাইয়ের মরদেহ আমাদের একটি ডোবায় পাওয়া গেছে।
তিনি আরও বলেন, আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমি আমার ভাইয়ের হত্যার বিচার চাই।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকান্ড কিনা খতিয়ে দেখা হচ্ছে।