ঢাকা শনিবার, জুলাই ১২, ২০২৫
দাবী আদায়ে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৭-০৫ ১৫:৫৮:৪৩

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কাঠামো বাতিল করে বিআইটি এর আদলে স্বতন্ত্রতা নিশ্চিতকরণের দাবীতে গতকাল ৫ই জুলাই ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
 সকালে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা বায়তুল আমান ক্যাম্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে ঘন্টাব্যাপী মানববন্ধন করে শিক্ষার্থীরা। এরপর ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
 ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যপাঠ করেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র অনজার হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ছাত্র মোঃ আমান উল্লা খান, রুবেল রানা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মোঃ খালেদ সাইফুল্লাহ ও আতিকুর রহমান।
 এ সময় প্রতিষ্ঠানের শিক্ষার্থী রেজওয়ান মিয়া সৌরভ, সাইফ আহমেদ শুভ, সৌরভ, আসিফ, কাজী খায়রুল ইসলাম, মোঃ সায়াদ ইসলাম, হোসেন মাহমুদসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দসহ ফরিদপুর প্রেসক্লাবের এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 
 সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন বলেন, কলেজটি সূচনালগ্ন থেকেই একাডেমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত, আর প্রশাসনিকভাবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে পরিচালিত হয়ে আসছে। এই দ্বৈত কাঠামোর ফলে দীর্ঘদিন ধরে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে চরম সমন্বয়হীনতা বিরাজ করছে। যার কারণে আমাদের শিক্ষা কার্যক্রমে দেখা দিয়েছে নানাবিধ জটিলতা ও অনিশ্চয়তা। আমরা এই অব্যবস্থাপনা থেকে উত্তরণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কাঠামো বাতিল করে বিআইটি এর আদলে স্বতন্ত্রতা নিশ্চিতকরণের আহ্বান জানাচ্ছি। কর্তৃপক্ষ যদি এই দাবী না মানে তাহলে পরবর্তী আরো কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে বলে উল্লেখ করেন তারা।

 

ইউনিয়ন পরিষদ যেন জন্ম নিবন্ধন বিক্রির বাজার॥নিয়ন্ত্রণ হয় হোয়াটসঅ্যাপ গ্রুপে!
রাজবাড়ীতে গ্রাহকদের বিদ্যুৎ বিলের কোটি টাকা আত্মসাতকারী মোক্তারের আদালতে দোষ স্বীকার
 রাজবাড়ীতে জামায়াতের ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারীর সম্মেলন অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ