ঢাকা শনিবার, জুলাই ১৯, ২০২৫
জুলাই বিপ্লবের তিন সহযোদ্ধার বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবীতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৭-১৮ ১৫:২৩:৪০

জুলাই বিপ্লবের তিন সহযোদ্ধা আসিফ আদনান, মুফতি রেজাউল করিম আবরার, জাকারিয়া মাসুদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুয়া জঙ্গি মামলা প্রত্যাহারের দাবী ও গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে জুলাই যোদ্ধাদের ওপর বর্বর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ১৮ই জুলাই দুপুর ২টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে অসমাপ্ত জুলাই’র আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
 বিক্ষোভ মিছিলে রাজবাড়ী দুধ বাজার জামে মসজিদের ইমাম মুফতি আবু জর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ফাহাদুল ইসলাম, আবু রায়হান রাফি, শান্ত ও শুভসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 বিক্ষোভ মিছিলে বক্তারা জুলাই বিপ্লবের তিন সহযোদ্ধা আসিফ আদনান, মুফতি রেজাউল করিম আবরার ও জাকারিয়া মাসুদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভুয়া জঙ্গি মামলা প্রত্যাহারের দাবী জানান এবং গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর বর্বর হামলার তীব্র নিন্দা জানান ও জড়িতদের গ্রেফতারের মাধ্যমে বিচারের দাবী জানান।

 

রাজবাড়ীতে গণহত্যার বিচারের দাবিতে গণঅধিকার পরিষদের গণ পদযাত্রা
কোটা সংস্কার আন্দোলনে শহীদ সাগর আহমেদের ১ম শাহাদাত বার্ষিকী পালিত
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূতিতে রাজবাড়ী জেলা বিএনপি’র মৌন মিছিল
সর্বশেষ সংবাদ