শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য ও কটুক্তির প্রতিবাদে গতকাল ১৯শে জুলাই বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রাজবাড়ী জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলা জাসাসের সদস্য সচিব কাজী মিজানুর রহমান পলাশের সঞ্চালনায় জেলা জাসাসের আহ্বায়ক মোঃ আশরাফুল আলম, জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক এম বাচ্চু রহমান, সাবেক সভাপতি এস এম আব্দুর রউফ হিটু, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক নরুনবি সবুজ, আলিম রেজা, সদস্য মোঃ রাকিব হোসেন সুমন, রাজবাড়ী পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম টিউলিপ, গোয়ালন্দ উপজেলা জাসাসের সভাপতি নুরুল হক মিলন, বালিয়াকান্দি উপজেলা জাসাসের সভাপতি ফিরোজ মন্ডল ও কালুখালী উপজেলার সাংগঠনিক সম্পাদক মোঃ শামসুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া মানববন্ধনে জাসাসের জেলা, উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরাসহ সাধারণ সাংস্কৃতিক কর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে বিএনপিকে পরিকল্পিত ভাবে দমন ও নেতাদের হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে। শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বহুদলীয় গণতন্ত্রের অগ্রপথিক। তার ছবি অবমাননা এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে করার মাধ্যমে এসব ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারেক রহমান কেবল একজন রাজনৈতিক নেতা নন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মিথ্যা অপপ্রচার চালিয়ে জনগণের কাছে হেয় করার অপচেষ্টা করা হচ্ছে, যা আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করি।