কোটা সংস্কার আন্দোলন ঘিরে কারফিউ চলাকালে ঢাকার সাভার বাসস্ট্যান্ডের পাশে মাছ বাজার এলাকায় পুলিশের গুলিতে প্রাণ হারানো মুরগী ব্যবসায়ী শারীরিক প্রতিবন্ধী কুরমান শেখ(৪৯) এর প্রথম শাহাদত বার্ষিকী আজ ২০শে জুলাই।
ঠিক এক বছর আগে ২০২৪ সালের এই দিনে কোটা সংস্কার আন্দোলন ঘিরে কারফিউ চলাকালে ঢাকার সাভার বাসস্ট্যান্ডের পাশে মাছ বাজার এলাকায় বুকে ও পায়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি।
কুরমান শেখ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের পূর্ব রতনদিয়া গ্রামের মৃত মেহের শেখের ছেলে।
স্ত্রী আর ১ ছেলে ও ১ মেয়েকে নিয়ে ছিলো কুরমান শেখের সংসার। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার ছেলে রমজান শেখ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগে অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী আর মেয়ে মিতু আক্তার ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে বিবিএ প্রথম বর্ষের শিক্ষার্থী।
ছেলে ও মেয়ের জীবনের সব স্বপ্ন, ভরসা আর ভবিষ্যৎ দিকনির্দেশনা ছিল বাবা কুরমান শেখকে ঘিরেই। তার আকস্মিক মৃত্যুর এক বছর পরেও পরিবারটি এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি।
ঘটনার ওই দিনই রাত ৯টার দিকে কুরমান শেখের মরদেহ গ্রামের বাড়ীতে এনে রাত ১১টার দিকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
কুরমান শেখের ছেলে রমজান শেখ জানান, ২০২৪ সালে ২০শে জুলাই সকালে কারফিউর মধ্যেই অনেক দোকানির দোকান খোলা দেখে আমার আব্বুও সকাল ৯টার দিকে দোকান খোলেন। বাসা থেকে আব্বুর দোকানে হেঁটে যেতে ৫ থেকে ৭ মিনিটে সময় লাগে। দুপুর ১টার দিকে গোলাগুলির শব্দ শোনা যায়। তখন আমার বোন মিতু আব্বুকে ফোন করে বাসায় চলে আসতে বলে। দুপুর ২টার দিকে বাজারের দোকানি আমার এক চাচা ফোন করে আমাকে জানায় যে, আমার আব্বুর গুলি লেগেছে। আমি দৌড়ে বাজারে গিয়ে দেখি আমার চাচাসহ কয়েকজন দোকানি আমার আব্বুকে কোলে করে নিয়ে আসছেন। আমরা দ্রুত তাকে পাশের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে আব্বুকে ভর্তি করেনি। পরে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক আব্বুকে মৃত ঘোষণা করে।
তিনি বলেন, পরে আমি জানতে পারি দুপুরে হঠাৎ গোলাগুলির শব্দ শুনে আব্বু দোকান বন্ধ করে হেঁটে বাসার উদ্দেশে রওনা হন। সামনে সংঘর্ষ হতে দেখে আব্বুসহ কয়েকজন দোকানি মাছ বাজারে বরফকলের গেট আটকে ভেতরে আশ্রয় নেয়। দুর্বৃত্তরা বরফকলের গেট ভেঙে ভেতরে ঢুকে তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে আব্বুসহ সকলেই আহত হয়। আব্বুর বুকে ও পায়ে দুটি বুলেট বিদ্ধ হয়। এছাড়া বুকে ও মুখে অসংখ্য ছররা গুলি লাগে। পরে আমার আব্বু মারা যান।
কুরমান শেখের মেয়ে মিতু আক্তার জানায়, আমার বাবার স্বপ্ন ছিল ভাইয়াকে বিসিএস ক্যাডার আর আমাকে ব্যাংকার বানাবেন। সেই লক্ষ্য নিয়েই আমার বাবা অসুস্থ থেকেও হাড়ভাঙা পরিশ্রম করে আমাদের পড়ালেখা করাচ্ছিলেন। আমার বাবা শারীরিক প্রতিবন্ধী ছিলেন, তিনি হাঁটতে পারতেন না। তিনি কোন আন্দেলনেও যায়নি। তাকে দেখে যে কোন মানুষের মায়া হওয়ার কথা। তারা কিভাবে পারলো আমার অসুস্থ্য আব্বুকে গুলি করে মারতে। আমার বাবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। এখন বাবা শুধুই স্মৃতি।
সরকারের কাছে আমার বাবার এই নির্মমভাবে হত্যার বিচার চাই। আর আমার ও ভাইয়ার কর্মসংস্থান চাই।
কুরমান শেখের স্ত্রী শিল্পী খাতুন বলেন, আমার স্বামী কোন রাজনীতি করতো না। তিনি কোন আন্দোলনে যায়নি। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন অসুস্থ্য ছিলেন। তিনি দোকান বন্ধ করে বাসায় ফিরছিলো। পুলিশের কাছে তিনি হাতজোড় করে কাকুতি-মিনতি করে প্রাণ ভিক্ষা চেয়েছিলেন। তারপরও তাকে গুলি করে মেরে ফেলা হয়। আমার স্বামীর স্বপ্ন ছিল ছেলেকে বিসিএস ক্যাডার আর মেয়েকে ব্যাংকার বানাবেন। তার স্বপ্ন এখন শুধুই স্মৃতি। আমার ছেলে-মেয়েকে এখন কে দেখবে।