জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণে ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গতকাল ১৯শে জুলাই সকাল সাড়ে ৮টায় বালিয়াকান্দি সরকারী কলেজের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এর আগে সকালে কলেজ প্রাঙ্গন থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি বালিয়াকান্দি বাসস্ট্যান্ড ও বাজার হয়ে তিন রাস্তার মোড়ে শহীদ সাগর চত্বর আসে। সেখানে শহীদের স্মরণে নিরবতা পালন করা হয়। পরে র্যালীটি বালিয়াকান্দি সরকারী কলেজে গিয়ে শেষ হয়।
বালিয়াকান্দি সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহনেওয়াজ পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় শহীদ সাগরের বাবা মোঃ তোফাজ্জল হোসেন, কলেজের সিনিয়র শিক্ষক ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আলিম আল রাজী, ইংরেজি বিভাগের প্রভাষক সিরাজুল ইসলাম ও ইতিহাস বিভাগের প্রভাষক মাসুদুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহনেওয়াজ পারভেজ বলেন, আমরা গভীর চিত্তে ২০২৪ এর কোটা সংস্কার আন্দোলন এবং বৈষম্য বিরোধী আন্দোলনে জুলাই ও আগস্টে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ করছি এবং যারা ওই আন্দোলনে আহত হয়ে এখনো চিকিৎসারত রয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। যারা আন্দোলনের সময় সাধারণ ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছি। গত বছর ১৯শে জুলাই বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সাগর ঢাকায় কোটা সংস্কার আন্দোলনে গিয়ে শহীদ হয়। তার আত্মার মাগফিরাত কামনা করছি।
আলোচনা সভা সঞ্চালনা করেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সাবিরা বেগম। শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বালিয়াকান্দি সরকারী কলেজের অধ্যক্ষ অধ্যাপক শাহনেওয়াজ পারভেজ।
পরে শহীদ সাগরের পিতা মোঃ তোফাজ্জল হোসেন কলেজ চত্বরে একটি বকুল ফুলের চারা রোপন করেন।