রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সামাজিক সংগঠন বরাটের পেইজ এর চতুর্থ বার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল ২০শে জুলাই বেলা ১১টার দিকে হাউলি কেউটিল সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ছোট ভাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬শত জন শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এসব শিক্ষা উপকরণের মধ্যে রয়েছে কলম, খাতা, স্কেল, রাবার, কাটার, টিফিন বক্স প্রভৃতি।
বরাটের পেইজের প্রতিষ্ঠাতা মোঃ বজলুর রহমান বিশ্বাস শামীমের সঞ্চালনায় গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার নাসরিন নাহার, হাউলি কেউটিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রোজিনা খাতুন, ছোট ভাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুশীল কুমার রায়সহ দুই শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মন্ডলী ও কোমলমতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, কোমলমতি শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। এরাই একদিন দেশ ও দশের কল্যাণে কাজ করবে। আজকের এই উদ্যোগটি চমৎকার ও প্রশংসনীয়। এমন কাজের জন্য বরাটের পেইজ সংগঠনের সাথে থাকা সবার প্রতি রইল ভালোবাসা। আমি সংগঠনটির উত্তরোত্তর সফলতা ও মঙ্গল কামনা করছি।