রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা গতকাল ২০শে জুলাই সকাল ১০টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মাজহারুল ইসলাম ও সিভিল সার্জনের প্রতিনিধি পাংশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন বক্তব্য রাখেন।
সভার শুরুতে জেলা আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ আনোয়ার হোসেন সরকার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুল ইসলাম, পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল আমিন, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোঃ রাজস খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইউসুফ হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ মোঃ শহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস, গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী অর্ণব ঘোষ, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তবিবুর রহমান, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন-অর-রশিদ, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী গোলাম আহম্মেদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আশরাফুল ইসলাম, রাজবাড়ী যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক চায়না ব্যানার্জী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ বদরুল আলম, রাজবাড়ী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক এস এম হাফিজুর রহমান, জেলা সমবায় কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সেলিনা পারভীন, বিসিক শিল্প নগরীর সহকারী মহাব্যবস্থাপক চয়ন বিশ্বাস, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম, জেলা নির্বাচন অফিসার সেক মুহাম্মদ জালাল উদ্দিন, বিআরডিবির উপপরিচালক লুৎফন নাহার, আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মোঃ আবজাউল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন, নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ আসিফুর রহমান, জেলা সুপার এনামুল কবির, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আল মামুন বিন সালেহসহ অন্যান্য কর্মকর্তারা তাদের স্ব-স্ব দপ্তরের কার্যবিবরণী তুলে ধরেন।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শংকর চন্দ্র বৈদ্যের সঞ্চালনায় সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোস্তাফিজুর রহমান, জাতীয় গোয়েন্দা সংস্থা(এনএসআই) এর উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলামসহ সরকারী বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
সভায় হাসপাতাল নির্মাণ কাজের অগ্রগতি জানতে চান জেলা প্রশাসক। এ সময় রাজবাড়ী গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী(সিভিল) মোহাম্মদ জহিরুল ইসলাম কাজের অগ্রগতি সম্পর্কে বলেন, চাঁদা দাবির কারণে হাসপাতালের লিফট স্থাপন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। ঠিকাদারের লোকজন ভয়ভীতির মধ্যে আছেন।
রাজবাড়ী গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী(সিভিল) মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, স্থানীয় কিছু চাঁদাবাজ এসে হাসপাতালের লিফটের ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে বিভিন্ন সময়ে তারা হুমকি ধামকি দিচ্ছে। এতে হাসপাতালের লিফটের কাজ শেষ করতে সময় লাগছে। একাধিকবার আমাদের নিয়োজিত ঠিকাদার চাঁদাবাজদের চাঁদা পরিশোধ করেছে। এক গ্রুপ চাঁদা নিয়ে যায়, আরেক গ্রুপ আসে। ঠিকাদার কতজনকে চাঁদা দিবে। এর আগে হাসাপাতালের এসির তার, আউটডোরের জিনিসপত্র খুলে নিয়ে গেছে চোরেরা।
তিনি আরও বলেন, স্থানীয় কিছু চাঁদাবাজ শ্রেণির লোক রয়েছে তারা বিভিন্ন সময়ে এসে হাসপাতালের নির্মাণ কাজে বাঁধা দেয়। তারা এসে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ঠিকাদারকে ভয়ভীতি প্রদর্শন করে।
পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম বলেন, জেলার যেকোনো উন্নয়ন কাজে কেউ বাঁধা দিলে বা চাঁদা দাবি করলে পুলিশ তার বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে। কোন চাঁদাবাজকে জেলা পুলিশ প্রশ্রয় দিবে না। কোথাও কোন চাঁদাবাজির তথ্য থাকলে বা কারা চাঁদা নিচ্ছে এমন থাকলে আমাকে জানাবেন বা আমার সরকারী নম্বরে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিবেন। আপনাদের পরিচয় গোপন রেখে ওই সব চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সিভিল সার্জনের প্রতিনিধি পাংশা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন বলেন, বর্তমানে সারাদেশে ডেঙ্গু ও করোনা নতুন করে দেখা দিয়েছে। তবে আমরা স্বাস্থ্য বিভাগ এ বিষয়ে সতর্ক রয়েছি। আমাদের সদর হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। কিন্তু আপাতত করোনা পরীক্ষা করা হচ্ছে না। করোনা পরীক্ষার জন্য ৩০ হাজার কিটের চাহিদা দেওয়া হয়েছে। এছাড়াও করোনা রোগীদের জন্য ১০ শয্যার আইসলোশন বেড প্রস্তুত রাখা হয়েছে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, জেলার উন্নয়নের জন্য সকল দপ্তরকে তাদের স্ব-স্ব কাজ সঠিকভাবে করতে হবে। কোথাও কোন জায়গায় ছাড় দেওয়ার সুযোগ নেই। সভায় ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের কাজ দ্রুত শেষ না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত সময়ের মধ্যে নব নির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালটি হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়ার জন্য গণপূর্ত অধিদপ্তরকে নির্দেশ দেন।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষে জাতীয় শুদ্ধাচার কৌশলের ব্যাপক প্রচার এবং জনঅবহিতকরণের জন্য মতবিনিময় সভা, তথ্য অধিকার বাস্তবায়নে জেলা অবেক্ষণ(সুপারভিশন) ও পরিবীক্ষণ কমিটির সভা, তথ্য অধিকার আইন জোরদারকরণের লক্ষে উপদেষ্টা কমিটির সভা, জেলা ব্র্যান্ডিং কমিটির সভা, জেলা কর্ণধার কমিটির সভা, সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের অংশগ্রহণে সভা, জেলা পন্য বিপণন মনিটরিং কমিটির সভা, এসডিজি সংক্রান্ত সভা, জেলা পরিবার পরিকল্পনার মাসিক সভাসহঅনান্য সভা অনুষ্ঠিত হয়।