ঢাকা বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫
পাংশা উপজেলা ও পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন
  • মোক্তার হোসেন
  • ২০২৫-০৭-৩১ ১৫:৩৭:২৭

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা ও পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
 গতকাল ৩১শে জুলাই বিকালে পাংশা উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পাংশা উপজেলা ও পৌর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
 অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এডভোকেট লিয়াকত আলী বাবু বক্তব্য প্রদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধন মঞ্চে যশাই ইউনিয়ন বিএনপির নেতা মাহবুব হক বকুল, পাট্টা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আরিফুল ইসলাম ও পাংশা পৌরসভার রাশিদা বেগম ৩জন বিএনপির দলীয় সদস্য ফরম পূরণ করেন।
 পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও যশাই ইউপির প্রাক্তন চেয়ারম্যান মোঃ চাঁদ আলী খানের সভাপতিত্বে এবং পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকুর উপস্থাপনায় অনুষ্ঠানে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হারুন-অর রশিদ, রাজবাড়ী-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বাহাদুরপুর ইউপির সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী খান, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য ও ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান গাজী মানিক ও রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক আরিফুল ইসলাম রোমান প্রমূখ বক্তব্য রাখেন। নেতৃবৃন্দ দলীয় নির্দেশনা মোতাবেক ফরম পূরণ ও নবায়নের গুরুত্বারোপ করেন।
 কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, পাংশা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও মাছপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ, পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পাট্টা ইউপির সাবেক চেয়ারম্যান শাহ মোঃ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পাংশা পৌরসভার সাবেক কাউন্সিলর শামসুল আলম আকুল, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিষ্টি, পাংশা পৌর বিএনপির সভাপতি ও পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার, পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন খান, পাংশা উপজেলা, পাংশা পৌরসভা ও উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিএনপি ও সহযোগী সকল সংগঠন সমূহের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। উদ্বোধন অনুষ্ঠান শেষে পাংশা পৌরসভা ও সকল ইউনিয়ন নেতৃবৃন্দের কাছে দলীয় ফরম বিতরণ করা হয়।

 

গোয়ালন্দে জাতীয় মহাসড়কে নিরাপত্তা  জোরদার যানবাহনে যৌথ বাহিনীর তল্লাশি
জরাজীর্ণ বরাট ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র মাদকের আখড়ায় পরিণত
৪৯তম বিসিএস শিক্ষা ক্যাডারে মেধাক্রমে ৬ষ্ঠ রাজবাড়ীর হৃদয়
সর্বশেষ সংবাদ