ঢাকা শনিবার, আগস্ট ৩০, ২০২৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে এনডিএম এর বৈঠক
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৮-১০ ০০:৫৪:৪৯

 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন(এনডিএম)।
 গতকাল ৯ই আগস্ট রাজধানীর গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করে তারা। এ সময় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। 
 বৈঠকে নিজেদের ঐক্যকে সুদৃঢ় করার মাধ্যমে রাষ্ট্র গঠন বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এবং আর্থিক খাতে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
 দলটির লিয়াঁজো কমিটির সাথে এনডিএম এর প্রতিনিধি দলের বৈঠকে এই ঘোষণা দেন তারেক রহমান। বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজের নেতৃত্বাধীন এনডিএম নেতৃবৃন্দকে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে স্বক্রিয় ভূমিকা রাখার জন্য অভিনন্দন জানান। 
 এনডিএম প্রতিনিধি দলে এ সময় দলের মহাসচিব এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোমিনুল আমিন, উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান, ভাইস চেয়ারম্যান ফারুক-উজ-জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম, দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনি এবং নির্বাহী সদস্য নাইজেল মেন্ডিস উপস্থিত ছিলেন। 
 বিএনপির পক্ষে আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান টুকু এবং ভাইস-চেয়ারম্যান বরকতুল্লা বুলু।
 আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকায় একটি এবং রাজবাড়ী-২ আসনে যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক এনডিএমকে ছাড় দিতে পারে বিএনপি এমন আলোচনা রয়েছে। রাজবাড়ী-২ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন দলটির মহাসচিব মোমিনুল আমিন।

 

কালুখালী প্রেসক্লাবের অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামের মতবিনিময়
রাজবাড়ীতে বিএনপির নেতা এডঃ খালেকের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত
রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ