ঢাকা শনিবার, আগস্ট ৩০, ২০২৫
রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের ৪জন কর্মকর্তা-কর্মচারীকে বিদায় সংবর্ধনা প্রদান
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৮-১০ ০০:৫৫:৪৪

 রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের ৪জন কর্মকর্তা ও কর্মচারীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। 
 গতকাল ৯ই আগস্ট বিকেলে রাজবাড়ী কালেক্টরেট ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ৪র্থ শ্রেণি সরকারী কর্মচারী সমিতি, কালেক্টরেট আঞ্চলিক শাখা এবং কালেক্টরেট ৪র্থ শ্রেণির সরকারী কর্মচারী চিত্ত বিনোদন ক্লাবের আয়োজনে এই বিদায় সংবর্ধনা জানানো হয়।
 অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের অবসরপ্রাপ্ত ৪জন হলেন- উপ-প্রশাসনিক কর্মকর্তা আবু দাইয়ান জাহাঙ্গীর, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মকবুল হোসেন খান, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা বাসুদেব সরকার এবং প্রসেস সার্ভার আব্দুল সাত্তার মন্ডলকে বিদায় সংবর্ধনা জানানো হয়।
 সংগঠনের সভাপতি মোঃ মশিউর রহমানের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে মোঃ রাজু আহমেদ, মোঃ কাউসার আহমেদ, মোঃ আব্দুল বাতেন সরদার, মোঃ আলতাফ হোসেন ভুইয়া, মোঃ শফিকুল ইসলাম, গোলাম পাঞ্জাতন, এ এইচ জিয়াউল হক প্রমূখ বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের সম্পর্কে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন ।
 অনুষ্ঠানে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের অবসরপ্রাপ্ত উপ-প্রশাসনিক কর্মকর্তা আবু দাইয়ান জাহাঙ্গীর, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মকবুল হোসেন খান, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা বাসুদেব সরকার এবং প্রসেস সার্ভার আব্দুল সাত্তার মন্ডল তাদের বিদায় সংবর্ধনা প্রদানের জন্য সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং স্মৃতিচারণ করেন।
 আলোচনা সভা শেষে বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের ফুলের তোড়া এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
 সংগঠনের সভাপতি মোঃ মশিউর রহমান জানান, ভবিষ্যতেও তারা এ ধারা অব্যাহত রাখবেন। কর্মচারী সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিদায় সংবর্ধনা প্রদান প্রশংসিত হয়েছে।

 

কালুখালী প্রেসক্লাবের অতিরিক্ত আইজিপি খোন্দকার রফিকুল ইসলামের মতবিনিময়
রাজবাড়ীতে বিএনপির নেতা এডঃ খালেকের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত
রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত
সর্বশেষ সংবাদ