ফরিদপুর সদরের কানাইপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে ১৫ জন।
গতকাল ১৪ই আগস্ট দুপুর ১টার দিকে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের কানাইপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহতরা হলো- চুয়াডাঙ্গা জেলার দামোদর উপজেলার পীরপুর গ্রামের সহিরুদ্দিন শেখের ছেলে আতিয়ার শেখ(৫৫), বরগুনা জেলার বামনা উপজেলার চালিতা বুনিয়া গ্রামের রবি শ্যাম চন্দ্র দাসের ছেলে রঞ্জিত দাস(৫২) ও নওগা জেলার বাদলগাছি উপজেলার বৈকন্ঠপুর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী সুবর্না আক্তার(২৩)।
স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেসের সাথে ঢাকা থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী ডি.ডি পরিবহনের সাথে কানাইপুর বাজার বাসস্ট্যান্ড এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উভয় বাসের অন্তত ১৫-২০জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে উল্লেখিত ৩জনকে মৃত ঘোষণা করা হয়।
বিষয়টি নিশ্চিত করে করিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন আহমেদ জানান, দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত এক নারীসহ ৩জন মারা গেছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে সড়কের দ্রুত উদ্ধার কাজ শেষ করে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।