ঢাকা রবিবার, আগস্ট ৩১, ২০২৫
গোয়ালন্দ প্রপার হাই স্কুলে শিক্ষার মানোন্নয়ন ও অভিভাবক সমাবেশ
  • মইনুল হক মৃধা
  • ২০২৫-০৮-১৪ ১৪:৫৭:০০

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ “গোয়ালন্দ প্রপার হাই স্কুলে” গতকাল ১৪ই আগস্ট দশম শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
 এতে প্রধান অতিথি হিসেবে স্কুলের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান বক্তব্য রাখেন।
 অভিভাবক সমাবেশে তিনি বলেন, টেস্ট পরীক্ষায় কোন শিক্ষার্থী উত্তীর্ণ না হলে সে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। শিক্ষার্থীদের অবশ্যই আগে থেকেই টেস্ট পরীক্ষায় ভালো ফলাফলের জন্য প্রস্তুতি নিতে হবে। তাছাড়া টেস্ট পরীক্ষায় ফেইল করলে কোন তদবিরে কাজ হবে না। 
 উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদুর রহমান বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে যে কোন শিক্ষকের কাছে প্রাইভেট বা কোচিং-এ পড়বে। কিন্তু যে স্কুলের শিক্ষার্থী সেই স্কুলের শিক্ষকের কাছেই প্রাইভেট পড়তে হবে এ রকম বাধ্য করা যাবে না। যদি শিক্ষকরা বাধ্য করে থাকে তাহলে এটা একটা স্বৈরাচারী আচরণ। এই স্বৈরাচারী আচরণ আমরা দেখতে চাই না। যদি কোন শিক্ষার্থী টেস্ট পরীক্ষায় ফেল করে তাহলে কোন অভিভাবকগণ শিক্ষকদের কাছে কোন তদবির বা সুপারিশ নিয়ে আসবেন না, এই তদবিরগুলোও একটি স্বৈরাচারী আচরণ। অভিভাবকদের কাছে একটি অনুরোধ থাকবে, আপনারা কোন নেতা ধরবেন না কোন শিক্ষককে ধরবেন না, আপনারা আগে আপনাদের সন্তানদের ধরুন। স্কুল সময়ে দেখেন বিকাল ৪টার আগে আপনার সন্তান বাসায় আসে কিনা, যদি গিয়ে থাকে তাহলে ভাববেন স্কুল ফাঁকি দিয়ে বাড়ী চলে এসেছে। তাই শিক্ষকদের পাশাপাশি আপনারাও আপনার সন্তানদের ওপর নজর রাখুন। 
 অভিভাবক সমাবেশে গোয়ালন্দ প্রপার হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাসসহ স্কুলের অন্যান্য শিক্ষক মন্ডলী অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। 
 সমাবেশ সঞ্চালনা করেন স্কুলের সহকারী শিক্ষক জীবন চক্রবর্তী। 
 সমাবেশে শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস বলেন, একটি মতবিনিময় সভায় অনেক সমস্যা চিহ্নিত হয় এবং সেগুলো সমাধান করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় অভিভাবকরা তাদের সমস্যারগুলো তুলে ধরতে পারেন। আমরা যদি আপনাদের কথা শুনতে পাই তাহলে আমরা বুঝতে পারি ওই স্কুলের কি সমস্যা হচ্ছে। আমি কয়েকটি বিষয়ে খেয়াল করলাম, বিগত দিনে এই প্রতিষ্ঠানের রেজাল্ট ভালো হয়েছে কিন্তু গতবছরে এই স্কুলের এসএসসি রেজাল্ট ভালো হয়নি। আমি যখন জানতে পারি এই প্রতিষ্ঠানের ১৯৪ জন শিক্ষার্থীর মধ্যে ৭০ জন পাশ করেছে তখন আমার মনটা খারাপ হয়ে যায়। আমি চাই এই বিদ্যালয়ের প্রাণ শিক্ষকের হাত দ্বারা আবার ফিরে পাক, তাই শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নে এবার শিক্ষকরা কয়েকটি চ্যালেঞ্জ হাতে নিয়েছে, সেইসাথে অভিভাবকরাও প্রতিটি সন্তানের দিকে নজর ও তাদের সম্পর্কে সবসময় অবগত থাকবেন।

 

বৃহস্পতিবারের মধ্যে নুরু পাগলার কবর নিচু না করলে  শুক্রবার বিক্ষোভে মার্চ ফর গোয়ালন্দের তারিখ ঘোষণা
 ভিপি নূরের ওপর ন্যাক্কারজনক হামলার ঘটনায় রাজবাড়ীতে এনসিপির বিক্ষোভ
গোয়ালন্দে পদ্মা নদীতে অভিযানে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
সর্বশেষ সংবাদ