ঢাকা রবিবার, আগস্ট ৩১, ২০২৫
পাংশা উপজেলা আ’লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান বুড়ো কারাগারে
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-০৮-১৪ ১৫:২২:৩৭

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো (৬৫)কে কারাগারে পাঠিয়েছে আদালত। 
 গতকাল ১৪ই আগস্ট সকালে তাকে পাংশা আমলী আদালতে হাজির করা হলে আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়। 
 এর আগে গত ১৩ই আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজবাড়ী শহরের বড়পুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। 
 জানা গেছে, পাংশা মডেল থানায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়োর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৫(১)/১৫(৩) ধারায় মামলা রয়েছে। পাংশা মডেল থানার মামলা নং-৫, তাং-০৯/০২/২০২৫। তিনি ওই মামলার এজাহারে সন্দিগ্ধ আসামী। 
 রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদুর রহমান বলেন, পাংশা মডেল থানার রিকুইজিশনের প্রেক্ষিতে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পাংশা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 
 পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সালাহ উদ্দিন বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তাকে গতকাল ১৪ই আগস্ট সকালে আদালতে পাঠানো হলে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

 

গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ
রাজবাড়ী জেলা সিপিবি’র দশম সম্মেলন অনুষ্ঠিত
রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
সর্বশেষ সংবাদ