ঢাকা শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
গোয়ালন্দের উজানচর ইউপি ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে কমিটি বিলুপ্ত ঘোষণা
  • মইনুল হক মৃধা
  • ২০২০-১১-২০ ১৪:০০:৫৩
গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন গতকাল ২১শে নভেম্বর বিকালে উজানচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় -মাতৃকণ্ঠ।

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন গতকাল ২১শে নভেম্বর বিকালে উজানচর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জাকারিয়া মাসুদ রাজীব। 
  গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়ের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, সহ-সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোস্তফা মুন্সী, সহ-সভাপতি গোলজার হোসেন মৃধা, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারেক সাঈদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রনি, আবুল কালাম আজাদ, উপ-দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ, উপ-প্রচার সম্পাদক এনামুল হক লিটন মৃধা, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হিরু মৃধা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন, নাজিমুল ইসলাম বৃটেন, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল, সাধারণ সম্পাদক আকাশ সাহা, কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি আমিরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক জালাল হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন। 
  বক্তাগণ বলেন, ‘শিক্ষা, শান্তি, প্রগতি’-ছাত্রলীগের মূলনীতি-আদর্শকে বুকে ধারণ করে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। সকল প্রকার অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে ভূমিকা রাখতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। 
  সম্মেলনে উজানচর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে আগামী ডিসেম্বর মাসে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বসে নতুন কমিটি গঠনের ঘোষণা দেয়া হয়। 

 

রাজবাড়ীর অন্তার মোড়ে পদ্মা নদীতে গোসল করতে ডিপ্লোমা শিক্ষার্থীর মৃত্যু
রাজবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
সোনার মানুষ গড়ার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে ব্যবহার করতে হবে--সাবেক গভর্ণর ড. আতিউর রহমান
সর্বশেষ সংবাদ