ঢাকা শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
বিশিষ্ট চিকিৎসক-সমাজসেবক ও দানবীর ডাঃ আবুল হোসেনের ৮৬তম জন্মদিন পালিত
  • স্টাফ রিপোর্টার
  • ২০২০-১১-২০ ১৪:০৩:১২

রাজবাড়ী শহরের ডাঃ আবুল হোসেন কলেজের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবক ও দানবীর ডাঃ আবুল হোসেনের ৮৬তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
  গতকাল ২০শে নভেম্বর ডাঃ আবুল হোসেন কলেজের শিক্ষক মিলনায়তন ও মসজিদে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
  কলেজের সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু জানান, কলেজের প্রতিষ্ঠাতা ডাঃ আবুল হোসেনের জন্মদিনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়েছে। একই সাথে তার সহধর্মিনী বেগম নুরজাহান হোসেন এবং সন্তান-স্বজনদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়। 
  তিনি আরো বলেন, ডাঃ আবুল হোসেন শুধুমাত্র একজন ব্যক্তি নন-তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। তিনি নিজের ও সন্তানদের ভবিষ্যতের কথা না ভেবে রাজবাড়ীর মানুষের কল্যাণে তার উপার্জিত সম্পদ উৎসর্গ করেছেন। রাজবাড়ীবাসী তার কাছে চিরঋণী। 
  উল্লেখ্য, বর্তমানে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন প্রবাসী ডাঃ আবুল হোসেন ১৯৩৪ সালের ২০শে নভেম্বর রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের পৈত্রিক বাড়ীতে জন্মগ্রহণ করেন। স্কুল, কলেজ, এতিমখানা, জাদুঘর প্রতিষ্ঠাসহ সমাজসেবামূলক কাজের জন্য অকাতরে নিজের অর্জিত সম্পদ দান করে তিনি বরণীয় হয়ে আছেন।   

রাজবাড়ীর অন্তার মোড়ে পদ্মা নদীতে গোসল করতে ডিপ্লোমা শিক্ষার্থীর মৃত্যু
রাজবাড়ীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন
সোনার মানুষ গড়ার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থাকে ব্যবহার করতে হবে--সাবেক গভর্ণর ড. আতিউর রহমান
সর্বশেষ সংবাদ