আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা আমীর এডঃ মোঃ নুরুল ইসলাম।
গতকাল ৪ঠা অক্টোবর বিকেলে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দ মোড়ে নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি এ গণসংযোগ করেন।
গণসংযোগকালে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আলীমুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন, জেলা ইউনিট সদস্য শরীফ মিয়া, শহীদওহাবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আলমগীর হোসেন, সেক্রেটারী আব্বাস আলীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগকালে জামায়াতের মনোনীত প্রার্থী এডঃ মোঃ নুরুল ইসলাম বিভিন্ন ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষের সাথে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় নেতাকর্মীরা দাঁড়িপাল্লা মার্কায় ভোট চান।



