“একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭ই অক্টোবর দুপুর ১২টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার অজয় কুমার হালদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) তাপস কুমার পাল ও সিনিয়র কৃষি প্রকৌশলী ডঃ শাহ মোঃ ইউসুফ আলী বক্তব্য রাখেন।
এছাড়া অন্যান্যদের মধ্যে এনজিও রাসের নির্বাহী পরিচালক মোঃ লুৎফর রহমান লাবু, বাংলাদেশ রেলওয়ের অবসরপ্রাপ্ত বুকিং সহকারী আমিনুল ইসলাম, প্রাক্তণ ফিসারিজ অফিসার মীর আব্দুল আওয়াল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আবুল হাশেম।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, প্রবীণ ব্যক্তিরা সমাজের বোঝা নয়, বরং জাতির গর্ব। তাদের জীবনের অভিজ্ঞতা, শ্রম ও মেধার ফসলই আজকের বাংলাদেশ। প্রবীণদের অধিকার ও মর্যাদা রক্ষায় সরকার বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে। বর্তমানে সারাদেশে প্রায় ৬১ লাখ প্রবীণ ব্যক্তি বয়স্ক ভাতা পাচ্ছেন। আটটি বিভাগে গড়ে তোলা হয়েছে প্রবীণ নিবাস।
তিনি আরও বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা ও জ্ঞানের ভাণ্ডার। অভিজ্ঞতা, প্রজ্ঞা ও মূল্যবোধের ধারক। তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্ন প্রদর্শনের মধ্য দিয়েই আমরা মানবিক সমাজ গঠন করতে পারি। তাদের সম্মান ও যত্ন নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে সিভিল সার্জন অফিসের জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রমাণিক, প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আব্দুল জলিল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জেলার প্রবীণ ব্যক্তিসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।



