মুক্তিযুদ্ধের ভ্যানগার্ড ও আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের প্রতীক শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীতে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয়েছে।
গতকাল ৭ই অক্টোবর সন্ধ্যা ৭টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে শহীদ আবরার ফাহাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে শহীদ আবরার ফাহাদের নিয়ে “ইউ ফেইলড টু কিল আবরাড ফাহাদ” ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
সভায় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য বক্তব্য রাখেন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নারী নেত্রী সিনিয়র আইনজীবী এডঃ দেবাহুতী চক্রবর্তী, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের আহ্বায়ক কবি সালাম তাসির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সাবেক সদস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম রাশেদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আবরার ফাহাদ ছিলেন ভারতীয় আগ্রাসনবাদী ও এদেশীয় স্বৈরাচার উৎখাত আন্দোলনের প্রথম শহীদ। তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লিখতে গিয়েই সেদিন শহীদ হন। আবরার শুধু একটি নাম নয়, তিনি ছিলেন ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াইয়ের পথে অগ্রসৈনিক।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, শহীদ আবরার ফাহাদ এদেশের তরুণ প্রজন্মকে নতুনভাবে উজ্জীবিত করেছে। আধিপত্যবাদীর বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয়, কিভাবে আমাদের ন্যায্যতা নিশ্চিত করতে হয় সেটা আমরা ফাহাদের প্রতিবাদ, প্রতিরোধ থেকে দেখতে পারি। আজকে যে জুলাই বিপ্লব হয়েছে সেই জুলাই বিপ্লবের বীজটা মূলত শহীদ আবরার ফাহাদ বপন করে দিয়েছিল। আবরার ফাহাদ সবসময় আমাদের মাঝে বেঁচে থাকবে।
আলোচনা সভায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ই অক্টোবর মধ্যরাত থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের(বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্যাতন করে তাকে হত্যা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। তিনি বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের ছাত্র ছিলেন। হত্যার আগে ৫ই অক্টোবর ভারতের সঙ্গে কিছু ‘অন্যায্য চুক্তির’ বিষয়ে ফেসবুকে পোস্ট করেন। পোস্টের জের ধরেই তাকে জেরা করা হয় এবং নৃশংসভাবে মারধর করা হয়। আবরার ফাহাদের মৃত্যু বার্ষিকীকে অন্তর্বর্তী সরকার জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে।



