ঢাকা বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি রাফিজুল ইসলামকে রাজবাড়ীতে অভ্যর্থনা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১০-০৯ ১৫:৪৮:৩৮

 বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি মোঃ রাফিজুল ইসলাম গতকাল ৮ই অক্টোবর বিকেলে রাজবাড়ী সার্কিট হাউজে অভ্যর্থনা জানানোসহ জেলা পুলিশের চৌকস হাউস গার্ড দল তাকে গার্ড অব অনার প্রদান করেছে।
 জানা গেছে, হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত অতিরিক্ত বিচারপতি মোঃ রাফিজুল ইসলাম গতকাল ৮ই অক্টোবর বিকেলে রাজবাড়ী সার্কিট হাউজে এসে পৌঁছালে তাকে রাজবাড়ীর সিনিয়র জেলা ও দায়রা জজ জয়নাল আবেদীন, জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে এবং পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম তাকে ফুলেল অভ্যর্থনা জানান।
 এ সময় রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ তোহিদুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তৈয়ব আলী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্ত, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ সুরুজ সরকার, যুগ্ম জেলা ও দায়রা জজ চাঁদনী রুপম, সিনিয়র সহকারী জজ নাজনীন রেহানা, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হায়দার আলী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন হাসান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তামজিদ আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত বিচারপতি মোঃ রাফিজুল ইসলাম স্বপরিবারে গত ৬ই অক্টোবর চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া হয়ে রাজবাড়ীতে আসেন। তিনি শহরের স্টেশন রোড এলাকায় তার আত্মীয় এম এ খালেদ পাভেলের বাসায় ২দিন অবস্থান করে গতকাল ৮ই অক্টোবর বিকেলে রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্য সড়ক পথে রওনা হন।
 উল্লেখ্য, গত ২৬শে আগস্ট বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ২৫জনের মধ্যে মোঃ রাফিজুল ইসলাম অন্যতম। ইতিপূর্বে তিনি “সলিসিটর(সিনিয়র জেলা জজ)” পদে দায়িত্ব পালন করেন। বিচার বিভাগে চাকুরীর শুরুতে তিনি রাজবাড়ীতে সহকারী জজ পদে কর্মরত ছিলেন। 

 

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড, মামুনের ৫ বছরের কারাদণ্ড
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার রায় আজ
সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নতুন নীতিমালা প্রকাশ
সর্বশেষ সংবাদ