ঢাকা বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
চন্দনীতে কৌটা ও বালতিতে জেলেদের চাল বিতরণ॥ওজনে কারচুপির অভিযোগ
  • মাহ্ফুজুর রহমান
  • ২০২৫-১০-১০ ১০:৫২:৫৫

 ভিজিএফ কর্মসূচির আওতায় মা ইলিশ প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত রাজবাড়ী সদর উপজেলার জেলেদের মাঝে চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
 চাল বিতরণ স্থলে ডিজিটাল পাল্লা থাকলেও এর ব্যবহার নেই বললেই চলে। মাপার কাজে ব্যবহার করা হচ্ছে টিনের কৌটা ও বালতি।
 রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নে ৫২২ জন নিবন্ধিত জেলের মধ্যে চাল বিতরণের সময় এসব অনিয়ম সরজমিনে দেখা যায়। সরকারী ঘোষণায় জন প্রতি বরাদ্দ ২৫ কেজি হলেও বাস্তবে অনেকে পেয়েছেন ২৪ কেজি ৫০০ গ্রাম থেকে ২৪ কেজি ৬০০ গ্রাম পর্যন্ত চাল।
 দেখা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে চাল বিতরণের উদ্বোধন করেন চন্দনী ইউনিয়ন প্রশাসক ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তসলিম আরিফ বিশ্বাস। এ সময় সদর উপজেলা মৎস্য অফিসের ফিল্ড অফিসার মোঃ ইয়াকুব আলী, চন্দনী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্বে ডিজিটাল পাল্লায় চাল মেপে বিতরণ শুরু হলেও ইউনিয়নের প্রশাসক পাশের কক্ষে সরে যাওয়ার পরপরই গ্রাম পুলিশ সদস্যরা কৌটা দিয়ে চাল মাপা শুরু করেন।
 সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের নিবন্ধিত জেলে আকরাম শেখ পেয়েছেন ২৪ কেজি ৬০০ গ্রাম, হামিদুল মণ্ডল পেয়েছেন ২৪ কেজি ৬১০ গ্রাম, গোপাল হালদারের স্ত্রী পেয়েছেন ২৪ কেজি ৫০০ গ্রামের কিছু বেশি। একাধিক জেলের চাল ওজন করে দেখা যায়, প্রায় সবাই গড়ে ৪০০-৫০০ গ্রাম করে কম পেয়েছেন। সেই হিসাবে ৫২২ জন জেলের ক্ষেত্রে মোট প্রায় ২০৮ কেজি চাল কম বিতরণ করা হয়েছে।
 জলে আকরাম শেখ বলেন, “আমরা গরিব মানুষ। সরকারী চাল ২৫ কেজি দেওয়ার কথা। কিন্তু আমি পেয়েছি মাত্র ২৪ কেজি ৬০০ গ্রাম। বাকি ৪০০ গ্রাম কোথায় গেল? এটা আমাদের সঙ্গে ঠকবাজি।”
 হামিদুল মন্ডল বলেন, “আমার চাল মেপে দেখা গেছে ২৪ কেজি ৬১০ গ্রাম। একবার নয়, আমি কয়েকজনের চাল মেপে দেখেছি—সবাই কম পেয়েছে। ডিজিটাল পাল্লা থাকলেও ব্যবহার করছে না কেন?”
 গোপাল হালদারের স্ত্রী, যিনি স্বামীর কার্ডে চাল নিতে আসেন, বলেন, “আমাদের তো চাল মেপে দেওয়ার কথা। কিন্তু এখানে দেখি কৌটা দিয়ে ঝটপট চাল দিয়ে দিচ্ছে। আমরা না দেখলে বুঝতেই পারতাম না যে কম দিয়েছে।”
 একাধিক জেলে প্রশ্ন তুলেছেন, “ডিজিটাল পাল্লা যদি থাকে, তাহলে সেটি ব্যবহার না করে টিনের কৌটা দিয়ে চাল মাপার মানে কী?”
 চন্দনী ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা বলেন, “ওজন করার সময় ১০০ থেকে ২০০ গ্রাম কম-বেশি হতে পারে। এ ধরনের ছোটখাটো পার্থক্য বড় কোনো সমস্যা নয়। কেউ আবার ২৬ কেজিও পেয়েছেন, এটা আমরা দেখেছি। তাই একদম নির্ভুল হওয়া প্রায় অসম্ভব। আমরা চেষ্টা করি যতটা সম্ভব সঠিক ওজন দিতে।”
 রাজবাড়ী সদর উপজেলা সমবায় অফিসার ও ট্যাগ অফিসার অসীম কুমার নাগ বলেন, “ডিজিটাল পাল্লায় চাল মাপলে সময় বেশি লাগে, ফলে দ্রুততার জন্য বালতি বা কৌটা ব্যবহার করা হয়। আমি নিজে উপস্থিত থেকে বেশ কয়েকটি চাল মেপেছি, যেখানে কিছু কম হয়েছে ২০০ গ্রাম পর্যন্ত, আবার কিছুতে ১০০ গ্রাম বেশি হয়েছে। এসব পার্থক্য অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃতভাবে চাল কম দেওয়া হয়নি বলে আমার বিশ্বাস।”
 চন্দনী ইউনিয়ন প্রশাসক ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তসলিম আরিফ বিশ্বাস বলেন, “সরকারী নির্দেশনা অনুযায়ী নিবন্ধিত জেলেদের মাঝে সঠিকভাবে চাল পৌঁছে দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। “মা ইলিশ রক্ষায় জেলেদের যে কষ্ট হচ্ছে, তা লাঘব করতেই সরকার চাল সহায়তা দিচ্ছে। আমরা চাই, এই চাল যেন সঠিকভাবে সবার হাতে পৌঁছে যায়। এজন্য স্বচ্ছভাবে কাজ করার চেষ্টা করছি।”
 জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব উল হক বলেন, “চাল বরাদ্দ ঠিক থাকলেও বস্তা থেকে চাল মেপে দিতে গেলে ৩ থেকে ৪শ গ্রাম পর্যন্ত কম পড়া স্বাভাবিক। এটা ইচ্ছাকৃত নয়, বরং বিতরণ প্রক্রিয়ার একটি স্বাভাবিক ফারাক মাত্র।
 তিনি আরো জানায়, রাজবাড়ীর সদর, গোয়ালন্দ, পাংশা ও কালুখালী উপজেলার মোট ৫৭৭৭ জন নিবন্ধিত ইলিশ জেলের মধ্যে ৫৪৯৭ জন ভিজিএফের আওতায় ২৫ কেজি করে চাল পাচ্ছেন। এই অভিযানে ১৮ জন কারাদন্ড পেয়েছেন, ২ লাখ ৫৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস হয়েছে এবং ৫৯ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়েছে। বাকি কিছু জেলে এখনো চাল বিতরণ পায়নি বা প্রক্রিয়াধীন রয়েছে।
 রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক বলেন, “প্রতিজন জেলেকে সরকারি নির্দেশ মোতাবেক ২৫ কেজি চাল দেয়া হচ্ছে। এখন পর্যন্ত এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পায়নি প্রশাসন। যদি কেউ অভিযোগ করেন, তাহলে আমরা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবো। চাল কম দেওয়ার কোনো সুযোগ নেই।”

 

 রাজবাড়ীতে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
রাজবাড়ীর কল্যাণপুরের মাইনউদ্দিন হত্যা মামলার রায়ে ৪জনের যাবজ্জীবন কারাদন্ড
চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক  জাহিদুল ইসলামের যোগদান
সর্বশেষ সংবাদ