ঢাকা বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
গোয়ালন্দে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১০-১০ ১১:০৪:৪৭

 রাজবাড়ী জেলার গোয়ালন্দে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে-২০২৫ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ১০ই অক্টোবর বিকেল ৪টায় গোয়ালন্দ উপজেলার সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউট মাঠে গোয়ালন্দ ভাই ভাই ফুটবল একাডেমির আয়োজনে টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
 গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠুর সভাপতিত্বে ও পৌর ছাত্র দলের সাধারণ সম্পাদক, মুক্তার মাহমুদের সঞ্চালনায় খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু।
 বিশেষ অতিথি ছিলেন গোয়ালন্দ পৌর বিএনপির সহ-সভাপতি, মোঃ ইলিয়াস মিয়া, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, ইউনুছ হোসেন বিপ্লব ও পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, মোঃ জসিম বেপারী প্রমুখ। 
 খেলায় ৮টি দল অংশগ্রহণ করেছে। নক আউট পদ্ধতি খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ফরিদপুর জেলার চর মাধবদিয়া ইউনিয়ন ফুটবল একাডেমি বনাম গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমি।
 খেলায় গোয়ালন্দ ফুটবল একাডেমি-৩ চর মাধবদিয়া ফুটবল একাডেমি-১, খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় বিজয়ী দল গোয়ালন্দ উপজেলা ফুটবল একাডেমির জিহাদুল ইসলাম জিহাদ।  

 

 জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ীতে বিএনপির প্রার্থী খৈয়মের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
 বালিয়াকান্দিতে হারুনকে নিয়ে কটুক্তির প্রতিবাদে কালুখালীতে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ সভা
 পাংশায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা
সর্বশেষ সংবাদ