রাজবাড়ী জেলার পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদ কার্যালয়ে গতকাল ১লা নভেম্বর বিকালে বার্ষিক “পাংশা দর্পণ” সাহিত্য ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়েছে।
পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ফিরোজ হায়দারের সভাপতিত্বে এবং পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ মোক্তার হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের প্রধান পৃষ্ঠাপোষক ও পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান এবং “পাংশার ইতিহাস” গ্রন্থের লেখক বিশিষ্ট সাহিত্য গবেষক শেখ মুহাম্মদ সবুর উদ্দিন বক্তব্য রাখেন।
কবিতা আবৃত্তি করেন বর্ষিয়ান কবি ও প্রাবন্ধিক রাতুল কৃষ্ণ হালদার, বরেণ্য কবি মোল্লা মাজেদ, কবি ও নাট্য ব্যক্তিত্ব মোঃ এবাদত আলী সেখ ও কাব্য পাড়ের সেতু গ্রন্থের লেখক মোঃ আবুল হাশেম। অনুষ্ঠানে পাংশা সহিত্য উন্নয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, “পাংশা দর্পণ” পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের বার্ষিক মুখপত্র। এটি পাংশা দর্পণের ২৪তম সংখ্যা। চলতি ২০২৫ সালের ১০ই অক্টোবর সংখ্যাটি প্রকাশিত হয়।
অনুষ্ঠান শেষে পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সাহিত্য গবেষক মরহুম অধ্যাপক আবুল হোসেন মল্লিকের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুহাম্মদ ফিরোজ হায়দার। অধ্যাপক আবুল হোসেন মল্লিক ২০২০ সালের ২৮শে অক্টোবর সকাল ১১টার দিকে পাংশা পৌর শহরের নারায়নপুর গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।
.


