হোমিওপ্যাথিক ডক্টর’স এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে হোমিওপ্যাথিক ডক্টর’স সম্মেলন-২০২৫ গতকাল ১লা নভেম্বর জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক এবং হোমিওপ্যাথিক ডক্টর’স এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডাঃ তোসলিম আহম্মেদ, পুলিশ লাইন্স মেডিকেল অফিসার ডাঃ সিফাত মাহমুদ, রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) ডা. মোঃ হাফিজুর রহমান, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, রাজবাড়ী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উপাধ্যক্ষ ডাঃ রামমোহন সরকার ও সহযোগী অধ্যাপক ডাঃ বকুল হোসেন বক্তব্য রাখেন।
মোহাম্মদ নাদিম উদ্দিনের সঞ্চালনায় হোমিওপ্যাথিক ডক্টর’স এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার সদস্য ডাঃ আয়েশা তাহমিনা, ডাঃ শেখ মায়মুনা জাবীন, ডাঃ মাসুদ সরোয়ার চৌধুরী, সদর উপজেলার সভাপতি ডাঃ এ কে এম ফজলে গণি, পৌর শাখার সভাপতি ডাঃ কাজী ইমাম আজম(কেনান), পাংশা উপজেলা শাখার সভাপতি ডাঃ স্বপন কুমার মন্ডল, সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল হাই সিদ্দিক, বালিয়াকান্দি উপজেলার সভাপতি ডাঃ আবু জাফর মোঃ সাদেক, সহ-সভাপতি ডাঃ জাহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাঃ ফারুক, কালুখালী উপজেলার সভাপতি ডাঃ রণজিৎ সরকার, সাধারণ সম্পাদক ডাঃ ছাব্বির হোসেন, গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি ডাঃ আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক ডাঃ মিরাজুল ইসলামসহ অনেকেই বক্তব্য রাখেন।
সম্মেলনে বক্তারা বলেন, হোমিওপ্যাথি একটা পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা। হোমিওপ্যাথিক চিকিৎসা সকল বয়সের ও সকল রোগের জন্য আজ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। হোমিওপ্যাথিক চিকিৎসা উন্নয়নে আধুনিক গবেষনা হচ্ছে এ চিকিৎসা। হোমিওপ্যাথিক এখন আরো আধুনিকতায় পৌছে গিয়েছে। নিরাপদ ও পার্শ্বপ্রতিক্রিয়ামুক্ত এই চিকিৎসা পদ্ধতির প্রতি মানুষের আগ্রহ দিন দিন বাড়ছে। মানুষ হোমিওপ্যাথি ডাক্তারদের খুব সহজেই কাছে পাচ্ছে। পাশাপাশি চিকিৎসা খরচ স্বল্পমূল্যে থাকার কারণে হোমিওপ্যাথি চিকিৎসা বেশ জনপ্রিয়। রোগীকে অল্প ঔষধ দিয়ে সুস্থ করে তোলাই হোমিওপ্যাথির মূলমন্ত্র। তবে সবকিছুর মধ্যে ভালো ও খারাপের দিক রয়েছে। আমরা সবসময় ভালো দিক থাকার চেষ্টা করবো। আমাদের সকলের উচিৎ দেশের উন্নয়নে স্বাস্থ্য সেবার উন্নয়নে আমাদের কাজ করা। আমরা সম্মিলিত ভাবে সকলেই এক সাথে থেকে এই মহান পেশার উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্য সেবায় মনোযোগী হয়ে সেবা প্রদান করব।
বক্তারা আরও বলেন, হোমিওপ্যাথিক ডক্টর’স এসোসিয়েশন হোমিও চিকিৎসকদের ঐক্যবদ্ধ রাখতে কাজ করে যাচ্ছে। এটি একটি অরাজনৈতিক সংগঠন। স্বেচ্ছাসেবী ও পেশাজীবী সংগঠন। রাষ্ট্রীয়ভাবে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থার স্বীকৃতি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সহযোগিতা প্রয়োজন। আমরা চিকিৎসক হিসেবে ডা.উপাধি ব্যবহারের বৈধ স্বীকৃতি চাই।
আলোচনা সভা শেষে বিশেষ অতিথি রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু হোমিওপ্যাথিক ডক্টর’স এসোসিয়েশন রাজবাড়ী জেলা শাখার নবগঠিত ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। কমিটির সভাপতি হয়েছেন ডাঃ মোহাম্মদ আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল হাই সিদ্দিক।
এছাড়া রাজবাড়ী সদর উপজেলা কমিটি ও পৌরসভা কমিটি ঘোষণা করা হয়েছে। সদর উপজেলা কমিটিতে সভাপতি হয়েছেন ডাঃ এ কে এম ফজলে রাব্বি, সাধারণ সম্পাদক হয়েছেন ডাঃ সেলিম হোসেন। পৌরসভা শাখার সভাপতি হয়েছেন ডাঃ কাজী ইমাম আজম ও সাধারণ সম্পাদক হয়েছেন ডাঃ নাছিরুল ইসলাম সেলিম।


