“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৪তম জাতীয় সমবায় দিবসে রাজবাড়ীতে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১লা নভেম্বর সকাল ১০টায় রাজবাড়ী জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।
পরে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমবায় কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সেলিনা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল ও অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শ্যামল চন্দ্র বসাক বক্তব্য রাখেন।
রাজবাড়ী সদর উপজেলা সমবায় কর্মকর্তা অসীম কুমার নাগের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে রাজবাড়ীর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি হাজী আব্দুল ওহাব, ফরিদপুরের অবসরপ্রাপ্ত জেলা সমবায় অফিসার ও গোয়ালন্দ কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুর রাজ্জাক মিয়া, আটদাপুনিয়া বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আবুল ফয়েজ ও নাওডুবি নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মাফিয়া বেগম প্রমূখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা জাতীয় উন্নয়ন অগ্রযাত্রায় সমবায় আন্দোলনের ভূমিকা তুলে ধরেন এবং “সবার অংশগ্রহণে টেকসই সমবায় গড়ে তোলার” আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, সমবায় জনগণকে মানসিকভাবে শক্তিশালী এবং কর্মসংস্থানের সৃষ্টি করে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখে সমবায়। বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় সমবায়ের বিকল্প নেই। এটি সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করে থাকে। দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে গ্রামীণ দারিদ্র্য জনগোষ্ঠীকে ঋণ, প্রশিক্ষণ ও উপকরণসহ বিভিন্ন সহযোগিতা করে থাকে। সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি চাঙা করা ও জনগণের মধ্যে ঐক্য ও সমতার চেতনা জাগ্রত করা সম্ভব। সমবায় আন্দোলনকে আরো গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান অতিথিরা।
অনুষ্ঠানে নগর ও পল্লী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডকে শ্রেষ্ঠ সমবায় সমিতি এবং মোছাঃ মাফিয়া বেগমকে শ্রেষ্ঠ সমবায়ী হিসাবে সম্মাননা স্মারক ও সম্মাননাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সমবায় সংগঠনের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।


