ঢাকা বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
ত্রয়োদশ সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বিএনপির প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-১১-০৩ ১৪:৪৭:৩০

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনে প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে বিএনপি।
 রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ উপজেলা) আসনের জন্য প্রাথমিকভাবে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তবে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী উপজেলা) আসনে প্রার্থী এখনও চূড়ান্ত করেনি দল।
 গতকাল ৩রা নভেম্বর সন্ধ্যায় রাজধানীর ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠকে প্রার্থীদের প্রাথমিক তালিকা অনুমোদন করা হয়।
 এদিকে রাজবাড়ী-২ আসনের বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ হারুন। এছাড়াও বিএনপি জোটের প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন এনডিএম এর মহাসচিব মোমিনুল আমিন।
 রাজবাড়ী-১ (সদর ও গোয়ালন্দ উপজেলা) আসনে মনোনয়নপ্রাপ্ত আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ইতিপূর্বে ৩বার বিএনপির মনোনয়নে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তার মধ্যে ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ও ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হন। দলীয়ভাবে নির্বাচন বয়কট করার কারণে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশগ্রহণ করেননি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় প্রার্থী হিসেবে অংশ নিলেও ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচনের দিন দুপুরে সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন। 
 আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পরবর্তীতে ২০১৪ সালে রাজবাড়ী জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন। ২০০১ সালের বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনের আগে তিনি ওয়ার্কার্স পার্টি থেকে ৩টার্মে মেয়াদে রাজবাড়ী পৌরসভার চেয়ারম্যান(মেয়র) নির্বাচিত হন। তিনি রাজবাড়ী পৌরসভার তিন বারের নির্বাচিত মেয়র ও পরবর্তীতে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তৃণমূল তার ব্যাপক জনপ্রিয়তা ও রাজবাড়ীর উন্নয়নের রূপকার হিসেবে তার সুখ্যাতি রয়েছে।

 

 রাজবাড়ীতে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
রাজবাড়ীর কল্যাণপুরের মাইনউদ্দিন হত্যা মামলার রায়ে ৪জনের যাবজ্জীবন কারাদন্ড
চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক  জাহিদুল ইসলামের যোগদান
সর্বশেষ সংবাদ