আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসন থেকে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম মনোনয়ন পাওয়ায় গতকাল ৪ঠা নভেম্বর দুপুরে শহরের সজ্জনকান্দাস্থ তার বাসভবনে গিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতারা। এ সময় সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক, সহ-সাধারণ সম্পাদক বাবলু ব্যাপারী ও মোঃ রইচ উদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী মোল্লা, দপ্তর সম্পাদক গিরিন্দ্র নাথ বিশ্বাস, নির্বাহী সদস্য মোঃ আবিদুর রহমান টিটু, মোঃ নূরউদ্দিন শেখ, বিপ্লব কুমার দত্ত, বিকাশ রঞ্জন সরকার কংকন, মোঃ মকিবুর রহমানসহ সদস্যরা উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।



