ঢাকা বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
রাজবাড়ী জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সমন্বয় সভা
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১১-০৪ ১৪:১২:৪২

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায়ের প্রকল্পের আওতায় রাজবাড়ীতে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধবার্ষিক সমন্বয় সভা গতকাল ৪ঠা নভেম্বর সকাল ১০টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 
 জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সমন্বয় সভায় স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও রাজবাড়ী পৌরসভার প্রশাসক ডঃ মোঃ মাহমুদুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার(ভূমি), জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনারসহ জেলা সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম আদালত সহায়তা প্রকল্পের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 সভা সঞ্চালনা করেন গ্রাম আদালত আদালত ৩য় পর্যায়ের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ শরিফুল ইসলাম। 
 সভায় জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, গ্রাম আদালত কার্যক্রম তৃণমূল পর্যায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। গ্রামীণ জনগোষ্ঠীর কাছে ন্যায় বিচার পৌঁছে দিতে এই কার্যক্রমকে আরও জোরদার করতে হবে। এ সময় গ্রাম আদালত পরিচালনায় বিশেষ দক্ষতা ও অসামান্য অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়।

 

 রাজবাড়ীতে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
রাজবাড়ীর কল্যাণপুরের মাইনউদ্দিন হত্যা মামলার রায়ে ৪জনের যাবজ্জীবন কারাদন্ড
চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক  জাহিদুল ইসলামের যোগদান
সর্বশেষ সংবাদ