রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ৪ঠা নভেম্বর সকাল সাড়ে ১১টায় কালেক্টরেটের সম্মেলন কক্ষে আসন্ন শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল ও অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) তাপস কুমার পালসহ বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।
অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শংকর চন্দ্র বৈদ্যের সঞ্চালনায় সভায় স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ডঃ মোঃ মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) শ্যামল চন্দ্র বসাক,সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতির বক্তব্যের শুরুতে জেলা প্রশাসক সুলতানা আক্তার মহান মুক্তিযুদ্ধে শহিদ সকল বীর মুক্তিযোদ্ধা ও বুদ্ধিজীবীসহ মহান মুক্তিযুদ্ধে সকল শহিদের প্রতি শ্রদ্ধা জানান।
তিনি বলেন, প্রতিবারের ন্যায় এবারও জাতীয় কর্মসূচীর সাথে সঙ্গতি রেখে যথাযথ মর্যাদায় রাজবাড়ীতে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন করা হবে। দিবসটিকে সামনে রেখে যে সমস্ত কর্মসূচী পালন করা হবে সেগুলো যাতে যথাযথভাবে সম্পন্ন করা যায় সেজন্য উপ-কমিটি কাজ করবে। রাজবাড়ীতে আমরা যথাযোগ্য মর্যাদায় ও একটি সুন্দর পরিবেশে আমরা মহান জাতীয় দিবস ও বুদ্ধিজীবী দিবসটি পালন করতে পারি এজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
সভায় আসন্ন মহান বিজয় দিবস ও শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযথ মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক সকল দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য যে, সভায় সকলের মতামতের ভিত্তিতে শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবসে রাষ্ট্রীয় কর্মসূচীর সাথে সঙ্গতি রেখে রাজবাড়ীতে যে সকল কর্মসূচী পালন করা হবে তা প্রাথমিকভাবে সেগুলো চুড়ান্ত করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৫ই ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবসে সকাল ৯টায় লোকসেডস্থ বদ্ধভুমিতে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে পুস্পমাল্য অর্পণ। আর সুবিধাজনক সময়ে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ও উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে।
এছাড়াও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হবে। এরপর সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী/আধা-সরকারী/স্বায়ত্বশাসিত ও বেসরকারী ভবন/স্থাপনাসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সূর্যোদয়ের পরপরই জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে, রাজবাড়ী রেলগেটের স্মৃতিফলকে, লোকোশেড বধ্যভূমিতে, মুক্তিযোদ্ধা শহীদ রফিক, সফিক, সাদিকের কবরস্থান ও মুক্তিযোদ্ধা শহীদ আঃ আজিজ খুশির কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সকাল ৯টায় বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হবে। এ সময় বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ও ভিডিপি ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত থাকবেন। এরপর একই জায়গায় তিন দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হবে। এরপর বেলা ১২টায় জেলা অফিসার্স ক্লাব প্রাঙ্গণে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বাদ যোহর সকল মসজিদে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের স্মরণে বিশেষ মোনাজাত ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে সুবিধাজনক সময় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এছাড়াও বিজয় দিবস উপলক্ষে সরকার কর্তৃক নির্দেশিত সকল কর্মসূচি পালন করা হবে।



