ঢাকা বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে রাজবাড়ীতেতারুণ্যের উৎসব উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
  • মীর সামসুজ্জামান সৌরভ
  • ২০২৫-১১-০৪ ১৪:১৫:১৬

 তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে রাজবাড়ীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।  

 গতকাল ৪ঠা নভেম্বর সকাল ১০টায় শহিদ খুশি রেলওয়ে মাঠে জেলা প্রশাসন ও রাজবাড়ী পৌরসভার উদ্যোগে এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে বিডি ক্লিন রাজবাড়ীর একদল স্বেচ্ছাসেবক এ সময় সহযোগিতা করে।
 তারুণ্যের উৎসব উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। এ সময় স্থানীয় সরকার শাখা উপপরিচালক ও রাজবাড়ী পৌরসভার প্রশাসক ডঃ মাহমুদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শ্যামল চন্দ্র বসাক, নিজারত ডেপুটি কালেক্টর সাদ আহমেদ, সহকারী কমিশনার হাফিজুর রহমান, রাজবাড়ী পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ তানজিলুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ খান, উপসহকারী প্রকৌশলী(বিদ্যুৎ) মোহাম্মদ বদরুল আলম চৌধুরী, বিডি ক্লিন বাংলাদেশ রাজবাড়ীর টিম লিডার মোঃ সালমানসহ জেলা প্রশাসন, পৌরসভার কর্মকর্তার, বিডি ক্লিন এর স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
 পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, তরুণরা যখন কোনো কিছু পরিবর্তনের অঙ্গীকার করে, তখন সেটা নিশ্চিতভাবেই পরিবর্তন করে। বিগত সময়ে তরুণেরা রাজপথে দাঁড়িয়েছে। তারা আমাদের সমাজকে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে। তরুণদের হাত যেখানেই সম্প্রসারিত হবে, সেখান থেকেই সকল অসঙ্গতি, অপরিচ্ছন্নতা, সব রকমের সামাজিক প্রতিকূলতা মুক্ত হবে।

 রাজবাড়ীতে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
রাজবাড়ীর কল্যাণপুরের মাইনউদ্দিন হত্যা মামলার রায়ে ৪জনের যাবজ্জীবন কারাদন্ড
চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক  জাহিদুল ইসলামের যোগদান
সর্বশেষ সংবাদ