রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিএনপির নেতাকর্মীদের সাথে গতকাল ৪ঠা নভেম্বর বিকালে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা সভাপতিত্বে শুভেচ্ছা বিনিময় সভায় রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানায়। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি বক্তব্য রাখেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান আপনাদের মনের আশা-আকাঙ্খা বুঝে আমাকে মনোনয়ন দিয়েছেন। এই মনোনয়ন আমাকে নয় বরং আপনাদেরকেই দিয়েছেন।
খৈয়ম আরো বলেন, আমি আপনাদের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তিনি আমাকে আবারও আপনাদের সেবা করার সুযোগ দিয়েছেন। আগামী সংসদ নির্বাচনে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
অনুষ্ঠানে রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী আহসান হাবিব, আকমল হোসেন, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহিন, বিএনপি নেতা অর্ণব নেওয়াজ মাহমুদ হৃষিত, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সাবেক সভাপতি এডঃ এবিএম আব্দুস ছাত্তার, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি রুস্তম আলী মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুল আলম শাহীন ও মোঃ ইলিয়াস মিয়া, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এডঃ নেকবর হোসেন মনি, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এস এম কাউসার মাহমুদ ও মুরাদ আল রেজা, রাজবাড়ী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সরোয়ার হোসেন মোল্লা, পৌর যুবদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মন্ডল, পৌরসভার সাবেক কমিশনার জাজিউর রহমান রাসেল, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু ও সাধারণ সম্পাদক মুক্তার হোসেন।
অনুষ্ঠান শেষে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।



