ঢাকা বুধবার, নভেম্বর ১২, ২০২৫
রাজবাড়ীতে ৩শত কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ-বীজ সার বিতরণ
  • স্টাফ রিপোর্টার
  • ২০২৫-১১-১১ ১৩:৫৯:১১

 “কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে ২০২৫-২৬ অর্থ বছরে প্রণোদনা কার্যক্রমের আওতায় রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
 গতকাল ১১ই নভেম্বর সকাল সাড়ে ১০টায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয়ে কৃষকদের মাঝে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
 রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডঃ মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সুলতানা আক্তার বক্তব্য রাখেন।
 রাজবাড়ী সদর অতিরিক্ত কৃষি অফিসার মোছাঃ তাফরিন জাহান ইতির সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার মোঃ জনি খান।
 বক্তারা বলেন, সরকারের এই উদ্যোগ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় হ্রাস, ফসলের উৎপাদন বৃদ্ধি এবং কৃষিতে স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
 প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, কৃষকরা হচ্ছে দেশের প্রকৃত হিরো। এই পেশায় আপনারা আছেন দেখেই ইঞ্চিতে ইঞ্চিতে অনেক বেশি উৎপাদন করছেন বলেই আমাদের কিন্তু বাহির থেকে আমদানি করা লাগছে না। পেঁয়াজ উৎপাদনে সারা বাংলাদেশের মধ্যে রাজবাড়ী জেলা তৃতীয়। তাই পেঁয়াজ উৎপাদনের দিক থেকে রাজবাড়ী জেলাকে অনেক গুরুত্বের সাথে দেখা হয়।
 তিনি আরও বলেন, সরকার রবি মৌসুমে খাদ্য শস্য উৎপাদন বৃদ্ধি ও উৎপাদন ব্যায় কমাতে প্রান্তিক পর্যায়ে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায়, বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছে। সরকারের বিনামূল্যে বীজ ও সার দেয়ার একটাই উদ্দেশ্য, কৃষকরা যাতে উচ্চমানের ফসল উৎপাদন করতে পারেন।
 আলোচনা সভা শেষে ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কার্যক্রমের আওতায় রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৩০০ জন কৃষকদের মাঝে ১ কেজি পেঁয়াজ বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

 

রাজবাড়ীতে ৩শত কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ-বীজ সার বিতরণ
সংস্কার না হওয়ায় বালিয়াকান্দির সরকারী  মৎস্য বীজ উৎপাদন খামারের বেহাল দশা
বিএনপি সরকার গঠন করলে সন্ত্রাস-চাঁদাবাজি ও মাদকমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি হবে---খৈয়ম
সর্বশেষ সংবাদ